Updated: 31 Mar 2023, 09:33 PM IST
লেখক Sritama Mitra
রেডরোডে চলছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনা। এদিকে বৃহস্পতিবার এই ধরনা মঞ্চ থেকে একগুচ্ছ বার্তা দিয়েছেন মমতা। তিনি দাবি করেছেন, 'কলকাতাকে লন্ডনের থেকেও ভালো করেছি।' তিনি লন্ডনের এক পার্কের প্রসঙ্গ তুলে শহর কলকাতার ইকো পার্কের তুলনা করেন দিদি। তুলে ধরেন তাঁর শাসনকালে কলকাতার পরিস্থিতির কথা। শহরের উন্নয়নের নানান দিক নিয়ে বক্তব্য রাখেন মমতা।