এয়ার ইন্ডিয়ার বিমান মাটি ছুঁতেই জল কামানের তোড় দিয়ে স্বাগত জানাল মালদ্বীপ! নেপথ্যে কোন ইতিহাস
উপলক্ষ্য ছিল ভারত ও মালদ্বীপের মধ্যে ৪৬ বছর ধরে চলা বিমান পরিষেবাকে কুর্নিশ জানানো। আর সেই উপলক্ষ্যে মালে বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান সোমবার নামতেই তাকে স্বাগত জানানো হয়। জল কামান ব্যবহার করে চোখ ধাঁধানো দৃশ্যে স্বাগত জানানো হয় AI-267 বিমানটিকে। উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রথমবার কেরলের তিরুঅনন্তপুরম থেকে মালে বিমানবন্দরে যায় দুই দেশের প্রথম বিমানটি। সেই থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় বিমানযাত্রার। আর সেই মুহূর্তকে স্মরণ করে ২১ ফেব্রুয়ারি ২০২২ সালে নডক কাড়ল মালে বিমানবন্দর।