১ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি মিসেস বক্সী। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই সেই বদল দেখা যাচ্ছে। বিয়ে পর থেকেই বারংবার রোম্যান্টিক মুডে ধরা দিচ্ছেন 'বেণী বৌদি'। এবার প্রকাশ্যেই বরকে আদর করলেন তিনি।