রাহু-কেতু ১৮ মাসে গোচর করেন এবং রাশি পরিবর্তন করেছেন। ১৮ মে এই মহাগোচরে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন এবং কেতু কন্যা রাশিতে প্রবেশ করেছেন। এখন আগামী ১৬ মাস ধরে অনেককে এর খারাপ ফলাফল ভোগ করতে হবে। আসুন জেনে নিই কোন ৫ রাশি রাহু কেতুর গোচরের কু প্রভাবের সম্মুখীন হবে।