বাংলা নিউজ > বিষয় > Mocha cyclone
Mocha cyclone
সেরা খবর
সেরা ছবি

- মায়ানমারের সোয়েট্টের কাছে রবিবার আছড়ে পড়ে মোখা। সেই সময় ঝড়ের গতিবেগ ১৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ছিল। নিচু এলাকায় বসবাসকারীদের উপর সেই ঝড় ব্যাপক প্রভাব ফেলেছে। সোয়েট্টেতেই ১৭ জনের মৃত্য়ুর খবর এসেছে। বেশ কয়েকজন স্থানীয় বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, এখনও ১০০ জন মতো নিখোঁজ রয়েছেন।