রাসায়নিক রঙ থেকে অনেকেরই অস্বস্তি রয়েছে। অনেকেই দোলের দিনে রঙ খেলতে ভেষজ আবিরের খোঁজ করেন। আর এই ভেষজ আবির তৈরিতে এবার ব্যস্ততা দেখা গেল বর্ধমানের মেমারির পাল্লারোড পল্লিমঙ্গল সমিতিতে। বিট, গাজর, গোলাপ বা গাঁদা ফুলের পাপড়ি দিয়ে তৈরি হচ্ছে এখানের ভেষজ আবির। এই আবির বাজারে ১৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হতে চলেছে।
বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি অংশের বিশেষ গুরুত্ব রয়েছে। যে জায়গা থেকে ইতিবাচকতা সারা ঘরে ছড়িয়ে পড়ে, তা হলো পুজো ঘর। এমন পরিস্থিতিতে পুজো কক্ষের ব্যাপারে কিছু বিষয় মাথায় রাখা উচিত। একইভাবে, পুজোর ঘরে কোন রঙ ব্যবহার করা উচিত তাও মনে রাখা উচিত। আসুন জেনে নিই এ সম্পর্কে।