৯ এপ্রিল ইতিহাস গড়লেন রিঙ্কু সিং। পাঁচ বলে পাঁচটা ছয় হাঁকিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি। প্রশংসা এল শাহরুখ খান, রণবীর সিং, অর্জুন রামপালের থেকে। বাদ গেলেন না আমেরিকান পর্ন তারকাও।
সফল মডেল অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেস। কিন্তু মডেলিং কেরিয়ারের শুরুতে একাধিকবার বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন তিনি। মোটা থাই আর বড় নিতম্বের জন্য কটূক্তির শিকার হয়েছেন বলে জানিয়েছেন মডেল-অভিনেত্রী।