হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট (WhatsApp Business Account) আর সাধারণ অ্যাকাউন্টে পার্থক্য রয়েছে। সাধারণ অ্যাকাউন্টের থেকে আলাদা করতে বিজনেস অ্যাকাউন্টে আরও বেশ কিছু ফিচার্স যোগ করছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবসায়িক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আরও সহজতর হবে।
WABetaInfo-র তথ্যানুযায়ী বেটা ব্যবহারকারীদের ভার্সানে (Beta 2.21.13.10) নতুন একটি আপডেট টেস্ট করছে হোয়াটসঅ্যাপ। বেটা ভার্সানে জনপ্রিয় হলে তবেই সেটা পাকাপাকিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেসে যোগ করা হবে।
কী কী আলাদা হচ্ছে বিজনেস পেজ-এ?
১. প্রোফাইল পিকচার এখন গোল করে ক্রপ হচ্ছে। অন্যান্য চৌকো ছবির থেকে এটি একেবারে আলাদা করে দিচ্ছে বিজনেস পেজকে।
২. নতুন ধরণের প্রোফাইল পিকচারে টাইটেল/ সংস্থার নাম মাঝখানে দেখানো হচ্ছে। সেই সঙ্গে অ্যাবাউট ইনফো-ও সেভাবেই মিডল অ্যালাইনমেন্টে দেখানো হচ্ছে।
৩. সেই সঙ্গে যোগ হচ্ছে নতুন শর্টকাট। মেসেজ, কল এবং ফরোয়ার্ড তিনটিরই বিশেষ শর্টকাট যোগ করা হয়েছে বিজনেস অ্যাকাউন্টে। প্রোফাইলের তলাতেই এটি থাকছে।

৪. ফরোয়ার্ড শর্টকাটের মাধ্যমে কী হবে? এর মাধ্যমে একটি অপশনের মাধ্যমেই সহজে অন্য কোনও ব্যক্তির সঙ্গে সেই বিজনেস পেজের ডিটেইলস শেয়ার করা যাবে।