Reliance Jio-এর বিভিন্ন রেঞ্জের অনেক রিচার্জ প্ল্যান রয়েছে। প্রত্যেকের চাহিদা আলাদা। সেগুলির সঙ্গে খাপ খাইয়েই এগুলি সাজানো। তবে কয়েকটি জনপ্রিয় প্ল্যানেই বারবার সকলে রিচার্জ করেন। সেই কারণেই এই প্রতিবেদন। এর থেকেই জানতে পারবেন Jio-র ৫টি আকর্ষণীয় প্ল্যানের বিষয়ে।Jio-এর ১৪ দিন থেকে ৩৬৫ দিনের ভ্যালিডিটির প্ল্যান রয়েছে। কারও কারও ফোনে একটু বেশি ডেটা লাগে। আবার অনেক ক্ষেত্রে বাড়িতে ওয়াইফাই থাকায় ফোনে আলাদা করে ডেটার প্রয়োজন হয় না। কিন্তু ফোন কলের জন্য রিচার্জ করতে হয়।Jio-র ৫টি ভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, যাতে প্রায় ৩ মাসের (৮৪ দিন) মেয়াদ পাবেন। এর মধ্যে সবচেয়ে সস্তার প্ল্যানটি ৩২৯ টাকার৷ আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলিতে কী কী সুবিধা পাবেন।১. রিলায়েন্স জিও ৩২৯ টাকার প্ল্যান (Reliance Jio rs 329 Plan):এটি রিলায়েন্স জিওর ভ্যালু প্ল্যান্স-এর অন্তর্গত। ৩২৯ টাকার এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ পাবেন। মোট ৬ জিবি ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷Jio-এর এই প্ল্যানে মোট ১০০০টি SMS পাঠাতে পারবেন। এছাড়াও, Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।দাম : ৩২৯ টাকামেয়াদ : ৮৪ দিনমোট ডেটা : ৬ জিবিSMS : ১০০০টি২. রিলায়েন্স জিও ৫৫৫ টাকার প্ল্যান (Reliance Jio rs 555 Plan):এই প্ল্যানেরও মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷প্রতিদিন ১০০টি SMS পাঠাতে পারবেন। এছাড়াও, Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।দাম : ৫৫৫ টাকামেয়াদ : ৮৪ দিনদৈনিক ডেটা : ১.৫ জিবিমোট ডেটা : ১২৬ জিবিSMS : দিনে ১০০টি ৩. রিলায়েন্স জিও ৫৯৯ টাকার প্ল্যান (Reliance Jio rs 599 Plan):মেয়াদ ৮৪ দিন। প্ল্যান চলাকালীন প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা দেবে জিও৷প্রতিদিন ১০০টি SMS পাঠাতে পারবেন। এর পাশাপাশি Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।দাম : ৫৯৯ টাকামেয়াদ : ৮৪ দিনদৈনিক ডেটা : ২ জিবিমোট ডেটা : ১৬৮ জিবিSMS : দিনে ১০০টি৪. রিলায়েন্স জিও ৮৮৮ টাকার প্ল্যান (Reliance Jio rs 888 Plan):এই প্ল্যানেরও মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷প্রতিদিন ১০০টি SMS পাঠাতে পারবেন। এই প্ল্যানে Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।দাম : ৮৮৮ টাকামেয়াদ : ৮৪ দিনদৈনিক ডেটা : ২ জিবিমোট ডেটা : ১৭৩ জিবি (৫ জিবি অতিরিক্ত ডেটা)SMS : দিনে ১০০টি ৫. রিলায়েন্স জিও ৯৯৯ টাকার প্ল্যান (Reliance Jio rs 999 Plan):এই প্ল্যানেরও মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷প্রতিদিন ১০০টি SMS পাঠাতে পারবেন। এছাড়াও Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।দাম : ৯৯৯ টাকামেয়াদ : ৮৪ দিনদৈনিক ডেটা : ৩ জিবিমোট ডেটা : ২৫২ জিবিSMS : দিনে ১০০টি