অনেকেই ১০ থেকে ১৫ হাজার টাকা রেঞ্জের মধ্যে স্মার্টফোন খোঁজেন। যাতে মোটামুটি ভাল ছবি, ভালো ব্যাটারি লাইফ ও একটু ব্যাটেলগ্রাউন্ড খেলা গেলেই যথেষ্ট। ফলে বেশিরভাগ সংস্থা এই সেগমেন্টটিকে বেশ সিরিয়াসভাবে নেয়।বিশেষত Redmi এই রেঞ্জে নিত্যনতুন মডেল আনে। সেরকমই একটি হল Redmi Note 9। গত জুলাই মাসের মাঝামাঝি এই ফোন বাজারে এসেছে। বেশিরভাগ টেক রিভিউয়াররাই এর ইতিবাচক ফিডব্যাক দিয়েছেন। Redmi-র ফোনে গেম খেললে তা ইস্ত্রি হয়ে যান বলে অনেকে অভিযোগ করেন। তবে সেই সমস্যার সুরাহা করা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। হিটিং ইস্যু নিয়ে তাই যদি চিন্তিত থাকেন, এ ক্ষেত্রে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি।সময় নষ্ট না করে এক নজরে দেখে নিন Redmi Note 9-এর স্পেসিফিকেশন :RAM : 4 GB/ 6 GBInternal Memory : 64 GB/ 128 GBProcessor : Helio G85 অক্টা কোর প্রসেসরব্যাটারি : 5,020mAh, 22.5W ফাস্ট চার্জারডিসপ্লে : ৬.৩৫ ইঞ্চি HD+রিয়ার ক্যামেরা : 48+8+2+2 MPফ্রন্ট ক্যামেরা : 13 MPRedmi Note 9-এর দাম কত? (Redmi Note 9 Price)৪ জিবি RAM,৬৪ জিবি মডেল: ১১, ৯৯৯ টাকা।৬ জিবি RAM, ১২৮ জিবি মডেল: ১৪,৯৯৯ টাকা।৪ জিবি RAM, ১২৮ জিবি মডেল: ১৩,৯৯৯ টাকা।এই দামে Poco M2 Pro, Samsung Galaxy M21, Realme Narzo 10, Realme 6-কে টক্কর দেবে Redmi Note 9 ।