Mars Dust Devil: 'ধুলি শয়তানে'র এই শব্দ তুলে ধরেছে নাসার মঙ্গলযান পার্সিভিয়ারেন্স। গত বছরেই এই ধুলিকণার ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছে নাসার যান। খুব অল্প সময়ের জন্য এর মধ্যে পড়ায় অডিয়ো ক্লিপটি খুব বেশি লম্বা নয়।
মঙ্গলের ঝুলিঝড়ের শব্দ। ছবি: নাসা
Mars Dust Devil: মঙ্গল গ্রহে একটি ধূলিকণার ঘূর্ণনের শব্দ। মানবজাতির কানে যে সেই শব্দও আসবে, তা কখনও ভেবেছিলেন? কিন্তু সেই অকল্পনীয়কেই বাস্তব করল বিজ্ঞান। মঙ্গলবার মঙ্গলের এই শব্দ প্রকাশ করল NASA। আর তাতে প্রায় ৪০ কিলোমিটার বেগে ঘুরতে থাকা ধুলিকণা বা 'Dust Devil'-এর শব্দ ধরা পড়েছে। পৃথিবীর ঘুর্ণিঝড়ের 'সোঁ-সোঁ' শব্দের সঙ্গে এর বেশ মিল রয়েছে।
এই 'ধুলি শয়তানে'র এই শব্দ তুলে ধরেছে নাসার মঙ্গলযান পার্সিভিয়ারেন্স। গত বছরেই এই ধুলিকণার ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছে নাসার যান। খুব অল্প সময়ের জন্য এর মধ্যে পড়ায় অডিয়ো ক্লিপটি খুব বেশি লম্বা নয়। নেচার কমিউনিকেশনে এমনটাই জানিয়েছেন এই গবেষণার প্রধান লেখক, ইউনিভার্সিটি অফ টুলুসের নাওমি মারডক।
রোভারে রাখা ন্যাভিগেশন ক্যামেরাটি মঙ্গলের ছবি তুলে ধরে। অন্যদিকে এতে আবহাওয়া পর্যবেক্ষণকারী যন্ত্রাদিও রয়েছে। এর মাধ্যমে মঙ্গলের বিষয়ে গবেশকরা তথ্য সংগ্রহ করেন।