SugarBox Startup: মোবাইলে ডেটা নেই। ইন্টারনেট কাজ করছে না। এদিকে ডেটা খরচ না করেই মুভি ডাউনলোড করা যাবে। না, মজা করছি না... এমনই একটি অ্যাপ পাবেন গুগল প্লে স্টোরে। সেই অ্যাপ ইনস্টল করে নিলেই হবে। বিনামূল্যেই তারপর সিনেমা ডাউনলোড করতে পারবেন। শুধু তাই নয়, Zee5-এর মত OTT প্ল্যাটফর্মের শো এবং সিনেমাও বিনামূল্যে দেখা যাবে।হয় তো ভাবছেন পাইরেটেড। সেটাও নয়। সুগারবক্স নামের এই অ্যাপ পাইরেসীর নিয়ম মেনেই তৈরি করা হয়েছে। সুগারবক্সের মাধ্যমে অনলাইন শপিং থেকে বিনোদন এবং এমনকি শিক্ষা সম্পর্কিত কনটেন্টও বিনামূল্যে পাওয়া যাবে।কীভাবে সম্ভব? আসলে, সুগারবক্স বিভিন্ন প্রত্যন্ত এলাকার সিএসএস সেন্টারে একটি বিশেষ স্থানীয় স্তরের ক্লাউড প্রযুক্তির ডিভাইস সরবরাহ করছে। এই ডিভাইসটির বিশেষত্ব হল, এর ১০০ মিটার রেঞ্জের মধ্যে থাকা যে কোনও ব্যক্তি তাঁর মোবাইলকে বিশেষ নেটওয়ার্কে কানেক্ট করতে পারবেন। সে আপনার ইন্টারনেট থাকুক বা না থাকুক।দেশের ২৫০টিরও বেশি গ্রামে পৌঁছে গিয়েছেসুগারবক্স নেটওয়ার্কস ইতিমধ্যেই পর্যন্ত ২৫০টিরও বেশি গ্রামে পৌঁছে গিয়েছে। এই অ্যাপের মাধ্যমেই গ্রামবাসীরা ড্রিম গার্ল, রাধে, উরি, পরদেশ, পুকারের মতো সিনেমা ডাউনলোড করছেন। সিএসস সেন্টারের কাছে বসে আড্ডা দিতে দিতেই কনটেন্ট নামিয়ে নিচ্ছেন গ্রামবাসীরা। বর্তমানে মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ জুড়ে ২৫০টিরও বেশি গ্রাম পঞ্চায়েতে এই সিস্টেম স্থাপন করেছে সুগারবক্ত। শীঘ্রই রাজস্থান এবং হিমাচলপ্রদেশে কাজ শুরু হবে।সুগারবক্স নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা রোহিত পানরাজপেও বলেন, অ্যাপটিতে সংবাদ পরিষেবা আনারও পরিকল্পনা রয়েছে। গ্রামীণ ভারতের সবার কাছে আধুনিক ইন্টারনেটের সমস্ত সুবিধা বিনা ব্যয়ে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। শুধু সিনেমা নয়, অনলাইন পড়াশোনার কনটেন্ট, শিক্ষনীয় ভিডিয়ো, সামাজিক বার্তামূলক কনটেন্ট ইত্যাদি রয়েছে সুগারবক্সের ভাণ্ডারে।