মহামারীর কারণে এখন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছেন। পড়ুয়ারাও অনলাইন ক্লাসে। ফলে, ডেটার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত দুই বছরে অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি। ফলে প্রায় সবারই এমন প্ল্যান দরকার, যাতে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ভাল ইন্টারনেট পরিষেবা এবং OTT থাকবে।আরও পড়ুন : আপনার ফোনে বুস্টার ডোজ বুকিংয়ের মেসেজ এসেছে? তাহলে সাবধান! জানুন কেন
দেশের টেলিকম সংস্থাগুলি ব্যবহারকারীদের চাহিদা মেটাতে নানা ধরনের প্ল্যান রাখে। বেশিরভাগ ব্যবহারকারী প্রিপেইড প্ল্যানই পছন্দ করেন। তবে কেউ কেউ পোস্টপেইড প্ল্যান পছন্দ করেন। আপনিও যদি পোস্টপেইডে যাওয়ার কথা ভাবেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এয়ারটেলের পোস্টপেইড প্ল্যানের বিশদ বিবরণ পাবেন এই প্রতিবেদনে।
ইনফিনিটি ফ্যামিলি প্ল্যান 399
তালিকার প্রথম প্ল্যানটি হল ইনফিনিটি ফ্যামিলি প্ল্যান 399৷ Airtel প্রতি মাসে ৩৯৯ টাকায় এই পোস্টপেইড প্ল্যান অফার করে। এতে মাসে ৪০GB ডেটা ও ২০০GB পর্যন্ত রোলওভার পাবেন। সঙ্গে আনলিমিটেড কল। আনলিমিটেড কলের মধ্যে রয়েছে লোকাল, এসটিডি এবং রোমিং।
এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি SMS পাবেন। এই প্ল্যানে ১টি রেগুলার সিম পাবেন। এটি এয়ারটেলের সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান। প্ল্যানে, গ্রাহকরা এয়ারটেল এক্স-স্ট্রিম অ্যাপ প্রিমিয়াম, উইঙ্ক এবং এক বছরের জন্য শও একাডেমির সাবস্ক্রিপশন পাবেন।