গত বছরের পর অনেকটাই বেড়ে গিয়েছে বেসরকারি সংস্থাগুলির প্রিপেড প্ল্যানের খরচ। এদিকে BSNL এখনও বেশ কম টাকাতেই পুষ্টিকর প্ল্যান দেয়। বিষয়টা হঠাত্ই উপলব্ধি করতে পেরেছেন গ্রাহকরা।
ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা
BSNL-এর দিকে ক্রমেই ঝুঁকছেন গ্রাহকরা। গত বছর Airtel, Jio ও Vi প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে এই প্রবণতা। সকলেই বেশি খরচের ভয়ে বেসরকারি সংস্থার সংযোগ ছেড়ে দিতে চান। বদলে বিএসএনএল-এর দিকে হাত বাড়াচ্ছেন তাঁরা।
আর তা হবে না-ই বা কেন। গত বছরের পর অনেকটাই বেড়ে গিয়েছে বেসরকারি সংস্থাগুলির প্রিপেড প্ল্যানের খরচ। এদিকে BSNL এখনও বেশ কম টাকাতেই পুষ্টিকর প্ল্যান দেয়। বিষয়টা হঠাত্ই উপলব্ধি করতে পেরেছেন গ্রাহকরা।
বিএসএনএল-এর এই প্ল্যানটি এক কথায় অবিশ্বাস্য। কেন? এক নজরে দেখে নিন, ৮০০ টাকারও কমে কী কী পাবেন:
১ বছরের ভ্যালিডিটি*
প্রতিদিন ২ GB করে ডেটা।
প্রতিদিন ১০০টি করে SMS।
২ GB হাই-স্পিড ডেইলি ডেটা এবং প্রতিদিন ১০০টি SMS শুধুমাত্র প্রথম ৬০ দিনের জন্য। এর মানে এই যে, প্ল্যানটির সামগ্রিক বৈধতা ৩৬৫ দিনের। তবে বেনিফিটগুলি শুধুমাত্র প্রথম ২ মাসের জন্য উপলব্ধ হবে।