গ্রুপে শৃঙ্খবা বজায় রাখতে নতুন ফিচার আনব ফেসবুক। গ্রুপের মডারেটরদের জন্য আনা হল নতুন টুল(Tool)। এর মাধ্যমে গ্রুপে দুই বা ততোধিক সদস্যদের মধ্যে কমেন্টে কথা কাটাকাটি হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে মডারেটরদের কাছে।AI-পাওয়ার্ড ফিচারদুই বা ততোধিক সদস্যের মধ্যে পর পর কমেন্টে ঝামেলা হলে তা চিহ্নিত হয়ে যাবে।এ.আই.-এর মাধ্যমে 'contentious or unhealthy conversations' ডিটেক্ট করা হবে। তারপর সেই কমেন্ট সেকশনের নোটফিকেশন পাবেন মডারেটররা। এর ফলে গ্রুপে শান্তি বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে।টেস্টিং পর্ব চালাচ্ছে ফেসবুককনফ্লিক্ট অ্যালার্ট নামে এই টুল-টির টেস্টিং চালাচ্ছে ফেসবুক। ঠিক কবে এটি পাকাপাকিভাবে অ্যাড করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ওয়াকিবহাল মহলের মতে, খুব শীঘ্রই এ.আই. ফিচার আংশিকভাবে ব্যবহার শুরু হতে পারে।এখন 'কাস্টম অ্যালার্ট'-এর সুবিধা আছে গ্রুপে (Custom Alerts in Facebook Groups):বর্তমানে ফেসবুকে কিছু ম্যানুয়াল কাস্টম অ্যালার্ট ফিচার রয়েছে। এর মাধ্যম গ্রুপের অ্যাডমিন, মডারেটররা আগে থেকে কিছু ওয়ার্ড ইনপুট দিয়ে রাখতে পারেন, যা গ্রুপে নিষিদ্ধ। ফলে, কোনও গ্রুপ সদস্য সেই শব্দগুলি ব্যবহার করলেই নোটিফিকেশন যাবে মডারেটরদের কাছে।এই পুরো প্রক্রিয়াটিই স্বয়ংক্রিয় করতে চাইছে ফেসবুক। তাছাড়া পরপর কমেন্টে কথা কাটাকাটিও ডিটেক্ট করতে পারবে নয়া টুল। পুরোটাই মেশিন লার্নিং ভিত্তিক।