রবিবার (২৬ মার্চ) মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে হরমনপ্রীত কৌরদের উৎসাহ দিতে ব্রেবোর্ন স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা প্লেয়াররা। আর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উদ্বোধনী শিরোপা হরমনরা জিততেই, উচ্ছ্বাসের জোয়ারে গা ভাসালেন, উল্লাসে ফেটে পড়লেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরাও।
হেইলি ম্যাথিউজের তিন উইকেট এবং ন্যাট সিভার-ব্রান্টের হাফসেঞ্চুরির হাত ধরে মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে পরাজিত করে। দিল্লি প্রথমে ব্যাট করে মুম্বইয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য রেখেছিল। খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হলেও, শেষ পর্যন্ত হরমনপ্রীতের টিম তিন বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায়।
আরও পড়ুন: অনুশীলনে যোগ বিরাটের, কোহলি-কোহলি শব্দব্রহ্মে কাঁপল চিন্নাস্বামী- ভিডিয়ো
আসলে আইপিএল মানেই ট্রফি জয়ের ভাগ্য মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। ছেলেদের আইপিএল রোহিত শর্মার হাত ধরে পাঁচ বার জিতেছে অম্বানিদের দল। সেই জয়ের ধারা মহিলা প্রিমিয়ার লিগেও বজায় রাখলেন হরমনপ্রীত কৌররা। আর রবিবার রাতে মুম্বই জিততেই ব্রেবোর্ন স্টেডিয়ামে সেলিব্রেশনে মাতেন রোহিতরাও। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে টুইটারে রোহিতদের উচ্ছ্বাসের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা রীতিমতো ভাইরাল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। যিনি আবার অস্ট্রেলিয়ার হয়ে দু’টি ৫০ ওভারের বিশ্বকাপ এবং পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু এ দিন তাঁর দলের ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। যার জেরে প্রথম ইনিংসের পরেই কিছুটা চাপে পড়েছিল দিল্লি।
মেগ ল্যানিং ছাড়া দিল্লির কোনও ব্যাটারই ক্রিজে দাঁড়াতে পারছিলেন না। ৩৫ রানের মধ্যে তিন উইকেট হারায় দিল্লি। ইসি ওং একাই তিন উইকেট তুলে চাপে ফেলে দেন দিল্লিকে। তবে মেগ ২৯ বলে ৩৫ রান করে কিছুটা লড়াই চালান। তিনি যখন আউট হন তখন দিল্লির স্কোর ৭৪/৫। এর পরেই দিল্লির ব্যাটিং হুড়মুড় করে ভেঙে পড়ে।
আরও পড়ুন: 2022 IPL-এ KKR-এর হয়ে দাগ কাটতে পারেননি, এ বার GT-তে এসে বিশেষ ডেলিভারি নিয়ে ফেরার হুঙ্কার তরুণ পেসারের
হেইলি ম্যাথিউজ চার ওভারে পাঁচ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। দিল্লির স্কোর একটা সময়ে ছিল ৭৯/৯। সেখান থেকে ভারতের দুই বোলার শিখা পাণ্ডে এবং রাধা যাদব দলের হাল ধরেন। শেষ উইকেটে তাঁরা যোগ করেন ৫২ রান। শিখা ১৭ বলে ২৭ রান করেন এবং রাধা ১২ বলে ২৭ রান করেন। কিছুটা লড়াই করার মতো জমি তৈরি করেন শিখা আর রাধা। ২০ ওভার খেলে দিল্লি করে ১৩১ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।