আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। হেডিংলেতে নামতে চলেছেন বিরাট কোহলি ও জো রুট বাহিনী। লর্ডস টেস্টের পরে দুই দলের দ্বৈরথ দেখতে অধীর আগ্রহে প্রহর গুনছেন বিশ্বের ক্রিকেট প্রেমীরা। তবে সকলের একটাই চিন্তা, হেডিংলেতে বৃষ্টি হবেনা তো। এর আগে নটিংহ্যাম টেস্ট বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ভারত জয়ের কাছে পৌঁছেও জিততে পারেনি। লর্ডস টেস্টেও বরুণ দেবের চোখ রাঙানি দেখেছিল সকলেই। সেই কারণেই হেডিংলেতে বল গড়ানোর আগে সকলে একবার বৃষ্টির পূর্বাভাসটা দেখে নিতে চাইছেন।
আসলে এই সময়টা ইংল্যান্ডে যখন তখন বৃষ্টি দেখা যায়। মেঘ এসে যখন তখন যে কোনও স্থানের ছবিটা বদলে দেয়। তাই এই ম্যাচে কী হতে চলেছে সেই দিকে সকলের নজর রয়েছে। তবে সকল ক্রিকেট ভক্তদের মুখে হাসি ফোটাচ্ছে হেডিংলের আবহাওয়ার পূর্বাভাস। জানা যাচ্ছে বুধবার ঠিক সময়েই খেলা শুরু হবে। ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টি কোনও সমস্যা তৈরি করবেনা। বুধবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
AccuWeather এর রিপোর্ট অনুযায়ী, এ দিন প্রথম থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সকালের দিকে তাপমাত্রা থাকবে ২০ডিগ্রি সেলসিয়াস, ৭৩ শতাংশ আদ্রতা থাকবে কিন্তু বৃষ্টি হবেনা। দুপুরের দিকে তাপমাত্রা প্রায় একই থাকবে। আদ্রতা একটু কমতে পারে তবে দুপুরেও বৃষ্টি হবেনা। এরপরে বিকালের সময়ে হেডিংলের তাপমাত্রা একটু কমবে, সেই সময় তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, তবে বৃষ্টির পূর্বাভাস থাকছেনা।

এই খবরে ইংল্যান্ড ও ভারত দুই শিবিরেই খুশির খবর বয়ে এনেছে। তবে আবহাওয়া শুষ্ক থাকলে কি দলে কোনও পরিবর্তমন দেখা যাবে! সেই দিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট মহল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।