ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা নজর এখন এশিয়া কাপে। ২৭ অগস্ট থেকে ২০২২ এশিয়া কাপ শুরু হবে। চার বছর আগে ভারত যখন সংযুক্ত আরব আমিশাহিতে এশিয়া কাপ জিতেছিল ভারত, তখন অধিনায়ক ছিলেন রোহিত শর্মাই। যদিও সে বার অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এ বার তিনি অবশ্য পূর্ণ অধিনায়ক। সে বার ভারত তাদের টানা দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা জয়ের পথে তাদের সমস্ত ম্যাচ জিতেছিল।
চার বছর পরে রোহিত ভারতীয় দলের নতুন অধিনায়ক। এবং তিনি জয়ের রেকর্ডটি ধরে রাখতে চাইবেন। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্পষ্ট দেখা গিয়েছে, ভারত টি-টোয়েন্টিতে একটি অনেক বেশু আক্রমণাত্মক পদ্ধতি গ্রহণ করেছে। সেই সঙ্গে ভারত অধিনায়ক খেলার পদ্ধতি ও কৌশলগত পরিবর্তন এবং এশিয়া কাপের জন্য তাঁর দলের প্রস্তুতি সম্পর্কে অকপট কথা বলেছেন।
আরও পড়ুন: Asia Cup-এর দলে ১০ প্লেয়ার কার্যত নিশ্চিত,জোর লড়াই শ্রেয়স-হুডার, আর্শদীপ-আবেশের
স্টার স্পোর্টসের অনুষ্ঠান ‘ফলো দ্য ব্লুজ’-এ রোহিত বলেছেনস ‘দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে আমরা এটা খুব স্পষ্ট করে দিয়েছিলাম, যেখানে আমরা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করিনি - আমরা অনুভব করেছিলাম যে, আমরা যে ভাবে আমাদের খেলা খেলি তাতে আমাদের মনোভাব এবং পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার।’
আরও পড়ুন: চোটের কারণে Asia Cup-এর দলে সম্ভবত রাখা হচ্ছে না হার্ষালকে, T20 WC-এও অনিশ্চিত
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।