বাংলা নিউজ > ময়দান > ভারতে গিয়ে বিশ্বকাপ জিততে চাই- এখন থেকে স্বপ্ন দেখা শুরু পাক অধিনায়কের
পরবর্তী খবর
ভারতে গিয়ে বিশ্বকাপ জিততে চাই- এখন থেকে স্বপ্ন দেখা শুরু পাক অধিনায়কের
1 মিনিটে পড়ুন Updated: 22 Feb 2023, 10:33 PM ISTTania Roy
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে ২৮ বছরের তারকা বাবর বলেছেন, তাঁর এই বছর ২টি প্রধান লক্ষ্য রয়েছে- ১) পিএসএল চ্যাম্পিয়ন হওয়া এবং ২) ভারতের মাটিতে বিশ্বকাপ জেতা।
বাবর আজম।
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। বাবর বলেছেন, এ বারের পিএসএলে সেঞ্চুরি হাঁকাতে চান তিনি। শুধু তাই নয়, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখতে শুরু করে দিয়েছেন পাক অধিনায়ক।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে ২৮ বছরের তারকা বাবর বলেছেন, ‘আমার এখন অনেক কিছু অর্জন করার আছে। তবে আমার মূল লক্ষ্য, এই মরসুমে প্রথম পিএসএলে সেঞ্চুরি করা এবং পেশোয়ার জালমির হয়ে পিএসএল জেতা।’
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আরও বলেছেন, তাঁর চূড়ান্ত লক্ষ্য এই বছর ভারতে বিশ্বকাপ জয়। তাঁর দাবি, ‘আমি এই বছর (২০২৩) ভারতে নির্ধারিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপও জিততে চাই এবং আমি চাই আমার দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হোক।’ প্রসঙ্গত, ২০১১ সংস্করণের পর থেকে ৫০-ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয়নি পাকিস্তান। সে বার তারা ভারতে এসে বিশ্বকাপের সেমিতে উঠলেও, ভারতের কাছে হেরে ছিটকে গিয়েছিল। সেই বছর বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।