Bengal vs Puducherry Vijay Hazare Trophy Live Score: শাহবাজ-গীত-মুকেশ-প্রদীপ্তর দাপুটে বোলিংয়ের সুবাদে পুদুচেরিকে ২০০-র কমেই গুটিয়ে দেয় বাংলা। পালটা ব্যাট করতে নেমে অনুষ্টুপের শতরানের পাশাপাশি লড়াকু হাফ-সেঞ্চুরি করেন সুদীপ ঘরামি। ব্যাট হাতে নজর কাড়েন মনোজ তিওয়ারিও।
অনুষ্টুপ ও অভিমন্যু। ছবি- সিএবি।
মুম্বইয়ের কাছে একতরফা হার দিয়ে চলতি বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করে বাংলা। তবে দ্বিতীয় ম্যাচে তারা মিজোরামের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয়। তৃতীয় ম্যাচে শেষ বলের থ্রিলারে মহারাষ্ট্রের কাছে হার মানতে হয় অভিমন্যু ঈশ্বরনদের। এবার এলিট ই-গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলা একতরফা জয় তুলে নেয় পুদুচেরির বিরুদ্ধে।
17 Nov 2022, 03:55 PM IST
বাংলার পরবর্তী লিগ ম্যাচগুলির সূচি
১৯ নভেম্বর লিগের পঞ্চম ম্যাচে রেলওয়েজের মুখোমুখি হবে বাংলা। ২১ নভেম্বর লিগের শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস।
17 Nov 2022, 03:19 PM IST
অনুষ্টুপের শতরানে বিরাট জয় বাংলার
পুদুচেরির ১৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা ৩৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২০২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ ওভার বাকি থাকতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে তারা। অনুষ্টুপ দুর্দান্ত শতরান করেন। ১০৬ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। আগ্রাসী ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কা মারেন মজুমদার। মনোজ তিওয়ারি ৩৩ বলে ৩২ রান করে নট-আউট থাকেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
17 Nov 2022, 03:02 PM IST
জয়ের দোরগোড়ায় বাংলা
৩৬ ওভার শেষে বাংলার স্কোর ২ উইকেটে ১৭৬ রান। ৩১ বলে ৩১ রান করেছেন মনোজ তিওয়ারি। ৯০ বলে ৭৫ রান করেছেন অনুষ্টুপ মজুমদার। মনোজ ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১০টি চার মেরেছেন অনুষ্টুপ। জয়ের জন্য ২২ রান দরকার বংলার।
17 Nov 2022, 02:48 PM IST
দেড়শো টপকাল বাংলা
৩৩ ওভার শেষে বাংলার স্কোর ২ উইকেটে ১৫৫ রান। অনুষ্টুপ মজুমদার ৬৮ রান করেছেন। মনোজ তিওয়ারি ব্যাট করছেন ব্যক্তিগত ১৮ রানে। ৯টি চার মেরেছেন অনুষ্টুপ।
17 Nov 2022, 02:30 PM IST
সুদীপ ঘরামি আউট
২৭.৩ ওভারে অঙ্কিত শর্মার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সুদীপ ঘরামি। ৬৯ বলে ৫৬ রান করেন তিনি। মারেন ৩টি চার। বাংলা ১২৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি। ৩০ ওভারে বাংলার স্কোর ২ উইকেটে ১৩১ রান। অনুষ্টুপ ৬০ ও মনোজ ২ রানে ব্যাট করছেন।
17 Nov 2022, 02:16 PM IST
জোড়া হাফ-সেঞ্চুরি অনুষ্টুপ-সুদীপের
৮টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অনুষ্টুপ মজুমদার। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সুদীপ ঘরামি। সুদীপ মহারাষ্ট্রের বিরুদ্ধে গত ম্যাচে দুর্দান্ত শতরান করেছিলেন। ২৫ ওভার শেষে বাংলার স্কোর ১ উইকেটে ১১৭ রান। সুদীপ ও অনুষ্টুপ উভয়েই ব্যক্তিগত ৫২ রানে ব্যাট করছেন।
১৮ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৮১ রান সংগ্রহ করেছে বাংলা। ৪৬ বলে ৪২ রান করেছেন অনুষ্টুপ মজুমদার। ৩৬ বলে ২৭ রান করেছেন সুদীপ ঘরামি। অনুষ্টুপ ৮টি চার মেরেছেন। সুদীপ মেরেছেন ১টি চার।
17 Nov 2022, 01:31 PM IST
৫০ টপকাল বাংলা
ইনিংসের ১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল বাংলা। তাদের স্কোর ১ উইকেটে ৫২ রান। ২৬ বলে ১৬ রান করেছেন সুদীপ ঘরামি। ২৬ বলে ২৭ রাম করেছেন অনুষ্টুপ মজুমদার। সুদীপ ১টি চার মেরেছেন। অনুষ্টুপ মেরেছেন ৫টি চার।
17 Nov 2022, 01:10 PM IST
অভিমন্যু ঈশ্বরন আউট
৬.২ ওভারে শ্রীধরের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিমন্যু ঈশ্বরন। ২৬ বলে ৮ রান করেন বাংলার ক্যাপ্টেন। বাংলা দলগত ১৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার। ৯ রানে ব্যাট করছেন সুদীপ।
17 Nov 2022, 12:54 PM IST
রান তাড়া শুরু বাংলার
সুদীপ ঘরামিকে নিয়ে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরন। প্রথম তিন ওভারে বাংলা কোনও উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে। ৫ বলে ২ রান করেছেন সুদীপ। ১৩ বলে ৫ রান করেছেন অভিমন্যু।
17 Nov 2022, 12:00 PM IST
দু'শোর আগেই অল-আউট পুদুচেরি
৪৩.২ ওভারে গীত পুরির বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন মারিমুথু। ৩৭ বলে ২১ রান করেন তিনি। মারেন ১টি চার। পুদুচেরি ১৯৭ রানে অল-আউট হয়ে যায়। ৩ বলে ১ রান করে নট-আউট থাকেন শ্রীধর। গীত পুরি ৯.২ ওভারে ১টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। মুকেশ কুমার ৮ ওভারে ৪০ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ৭ ওভারে ৫৫ রান খরচ করেও উইকেট পাননি আকাশ।
17 Nov 2022, 11:55 AM IST
ভরতকে ফেরালেন শাহবাজ
৪২.১ ওভারে শহবাজ আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ভরত শর্মা। ৮ বলে ৩ রান করেন তিনি। পুদুচেরি ১৯৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রীধর। শাহবাজ ৯ ওভারে ১টি মেডেন-সহ ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
17 Nov 2022, 11:40 AM IST
পরশ ডোগরা আউট
৪০.১ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পরশ ডোগরা। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৬৩ রান করেন তিনি। ১৮৫ রানে ৮ উইকেট হারায় পুদুচেরি। ব্যাট করতে নামেন ভরত শর্মা। প্রদীপ্ত ১০ ওভারে ৫০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
17 Nov 2022, 11:30 AM IST
হাফ-সেঞ্চুরি পরশের
২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পরশ ডোগরা। ৩৯ ওভারে পুদুচেরির স্কোর ৭ উইকেটে ১৭৬ রান। ৫৮ বলে ৫৪ রান করেছেন পরশ। ২৭ বলে ১৪ রান করেছেন মারিমুথু।
17 Nov 2022, 11:21 AM IST
দেড়শো টপকাল পুদুচেরি
৩৭তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে গেল পুদুচেরি। তাদের স্কোর ৭ উইকেটে ১৫৬ রান। ৫০ বলে ৩৫ রান করেছেন পরশ ডোগরা। তিনি ১টি ছক্কা মেরেছেন। ২৩ বলে ১৩ রান করেছেন মারিমুথু। তিনি ১টি চার মেরেছেন।
17 Nov 2022, 11:02 AM IST
চিরঞ্জীবী আউট
২৯.৩ ওভারে গীত পুরির বলে আউট হন চিরঞ্জীবী। ১১ বলে ১ রান করে অভিমন্যু ঈশ্বরনের হাতে ধরা পড়েন তিনি। ১২৪ রানে ৭ উইকেট হারায় পুদুচেরি। ব্যাট করতে নামেন মারিমুথু।
17 Nov 2022, 10:45 AM IST
অঙ্কিতকে ফেরালেন গীত পুরি
২৭.১ ওভারে গীত পুরির বলে মনোজ তিওয়ারির হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন অঙ্কিত শর্মা। ১২ বলে ১৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। পুদুচেরি ১২০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চিরঞ্জীবী। গীত পুরি ৫ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ১৫ রানে ব্যাট করছেন পরশ ডোগরা।
17 Nov 2022, 10:31 AM IST
অরুণ কার্তিক আউট
২৪.৩ ওভারে শাহবাজ আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অরুণ কার্তিক। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ৩৪ রান করেন তিনি। পুদুচেরি ১০২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঙ্কিত শর্মা। শাহবাজ ৬ ওভারে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
17 Nov 2022, 10:28 AM IST
১০০ ছুঁল পুদুচেরি
২৪ ওভার শেষে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে পুদুচেরি। তাদের স্কোর ৪ উইকেটে ১০০ রান। ৫৩ বলে ৩৪ রান করেছেন অরুণ কার্তিক। মেরেছেন ৩টি চার। ১৯ বলে ১১ রান কেরছেন পরশ ডোগরা।
17 Nov 2022, 10:04 AM IST
জয় পান্ডে আউট
১৭.৪ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে অনুষ্টুপের হাতে ধরা পড়েন জয় পান্ডে। ৪৮ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৪টি চার। পুদুচেরি ৭৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পরশ ডোগরা। ২০ ওভারে পুদুচেরির স্কোর ৪ উইকেটে ৮৬ রান। অরুণ কার্তিক ৪২ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ২টি চার। ৬ বলে ৫ রান করেছেন পরশ। প্রদীপ্ত ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
17 Nov 2022, 09:42 AM IST
৫০ টপকাল পুদুচেরি
১৫ ওভার শেষে পুদুচেরির সংগ্রহ ৩ উইকেটে ৬৫ রান। ৩৮ বলে ২৬ রান করেছেন জয় পান্ডে। তিনি ৪টি চার মেরেছেন। ২৮ বলে ১৬ রান করেছেন অরুণ কার্তিক। তিনি ১টি চার মেরেছেন।
17 Nov 2022, 09:23 AM IST
কার্তিককে নিয়ে বিপর্যয় মোকাবিলা পান্ডের
১০ ওভার শেষে পুদুচেরির স্কোর ৩ উইকেটে ৪৪ রান। ২৫ বলে ১৮ রান করেছেন জয় পান্ডে। তিনি ৩টি চার মেরেছেন। ১১ বলে ৩ রান করেছেন অরুণ কার্তিক।৩ ওভারে ১টি মেডেন-সহ ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ।
17 Nov 2022, 09:09 AM IST
সাগরকে ফেরালেন মুকেশ
৬.২ ওভারে মুকেশ কুমারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সাগর উদেশি। ৬ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। পুদুচেরি ৩১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অরুণ কার্তিক।
17 Nov 2022, 09:06 AM IST
পরমেশ্বরনকে ফেরালেন শাহবাজ
বল হাতে নিয়েই পরমেশ্বরনকে ফেরালেন শাহবাজ আহমেদ। ৫.১ ওভারে শাহবাজের বলে মনোজের হাতে ধরা পড়েন পরমেশ্বরন। ১৭ বলে ৮ রান করেন তিনি। পুদুচেরি ১৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাগর।
৫ ওভার শেষে পুদুচেরির সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। ১৩ বলে ৮ রান করেছেন জয় পান্ডে। তিনি ১টি চার মেরেছেন। ১৬ বলে ৮ রান করেছেন পরমেশ্বরন। ৩ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। ২ ওভারে ৫ রান খরচ করেছেন গীত পুরি।