WTT Contender Chennai: অবসর নিতে চলেছেন ভারতের টেবিল টেনিস কিংবদন্তি এ শরথ কমল। নিজের অবসর নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে ডব্লিউটিটি কনটেন্ডার চেন্নাই (WTT Contender Chennai)। এই প্রতিযোগিতাই হবে শরথ কমলের শেষ পেশাদার প্রতিযোগিতা। এই টুর্নামেন্টটি চেন্নাইয়ে ২৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৪২ বছর বয়সি টেবিল টেনিস তারকা শরথ কমল বলেন, ‘আমি আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলেছিলাম চেন্নাইয়ে। আমার শেষ আন্তর্জাতিক ম্যাচটিও খেলব চেন্নাইয়ে। এটাই হবে আমার পেশাদার ক্রীড়াজীবনের শেষ প্রতিযোগিতা।’
অবসর নিয়ে কী বললেন শরথ কমল?
দুই দশকেরও বেশি সময় ধরে চলা তার বর্ণাঢ্য কেরিয়ারে শরথ কমল অসংখ্য সাফল্য অর্জন করেছেন। ভারতের এই টেবিল টেনিস কিংবদন্তির ঝুলিতে রয়েছে ছয়টি কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক এবং দুটি এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক।
আরও পড়ুন … East Bengal vs Arkadag: খেলা শুরুর আগেই জরিমানা! মাঠে হাওয়া দিতেই ইস্টবেঙ্গলের লক্ষ টাকার ক্ষতি
গত বছর প্যারিস অলিম্পিক্সের অংশগ্রহণের মাধ্যমে তিনি তার পঞ্চম এবং শেষ অলিম্পিক্স খেলেছেন। নিজের ক্রীড়াজীবন প্রসঙ্গে শরথ বলেন, ‘আমার কাছে কমনওয়েলথ গেমসের পদক রয়েছে, এশিয়ান গেমসের পদকও রয়েছে। কিন্তু অলিম্পিক্সের পদক আমার সংগ্রহে নেই। আশা করি, আগামী প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের মাধ্যমে আমি সেই স্বপ্ন পূরণ হতে দেখতে পারব।’
দেখুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কী লিখলেন শরথ কমল-
আরও পড়ুন … IND vs AUS: এ যেন রাহুলের পুনর্জন্ম! CT 2025-র সেমিতে ২০২৩-এর প্রতিশোধ নিয়ে গর্জে উঠলেন কেএল রাহুল
বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা শরথ কমল এখনও আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (ITTF) র্যাঙ্কিং অনুযায়ী ভারতের সর্বোচ্চ র্যাঙ্কধারী খেলোয়াড়। ভারতের টেবিল টেনিসে অসামান্য অবদানের জন্য শরথ কমলকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে।
আরও পড়ুন … ভিডিয়ো: এমনটা করার কি কোনও দরকার ছিল… মাঠেই বিরাট কোহলির উপর রেগে গেলেন কেএল রাহুল
যারা জানেন না, তাদের জন্য জানানো যাচ্ছে যে, শরথ কমল প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছিলেন ২০০৩ সালে। এবং ২০০৪ সালের কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তার প্রথম আন্তর্জাতিক পদক অর্জন করেছিলেন। ছয় বছর পর, তিনি ইতিহাস সৃষ্টি করে প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে আইটিটিএফ (ITTF) প্রো ট্যুর শিরোপা জেতেন। ২০১০ সালের মিশর ওপেনে তিনি ফাইনালে হংকংয়ের লি চিংকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন শরথ কমলের অবসর ভারতীয় টেবিল টেনিস জগতকে অনেকটা ফাঁকা জায়গা তৈরি করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।