গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট হাতে নির্ভরতা দেন তরুণ তিলক বর্মা। মরশুমে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন তিনি। সেই ফর্ম তিলক জারি রাখলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। রাজ্যদল হায়দরাবাদের হয়ে টুর্নামেন্টের প্রথম ২টি ম্যাচে মাঠে নেমে ২টি হাফ-সেঞ্চুরি করেন তিনি।
মঙ্গলবার পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫০ রান করে আউট হয়েছিলেন তিলক। যদিও ম্যাচ হারতে হয়েছিল হায়দরাবাদকে। বুধবার তরুণ অল-রাউন্ডারের পারফর্ম্যান্সে ভর করেই পুদুচেরিকে পরাজিত করে হায়দরাবাদ।
জয়পুরে এলিট-বি গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তোলে। তিলক ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন। এছাড়া মিকিল জসওয়াল ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। ৩৩ রান করেন তন্ময় আগরওয়াল। ১৮ রানে ৪টি উইকেট নেন পুদুচেরির ভরত শর্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।