বাবরের পারফরম্যান্সও যথেষ্ট নজরকাড়া। তা সত্ত্বেও নাকি দলে বাবরের অবস্থান দুর্বল করতে চেষ্টা চালাচ্ছেন কেউ বা কারা! এমন বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন পাক অধিনায়ক মিসবা উল হক। তাঁর মতে এই চেষ্টাটা নাকি চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির অন্দরমহল থেকেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (ছবি-এএফপি)
শুভব্রত মুখার্জি: বর্তমানে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি অধিনায়ক বাবরের পারফরম্যান্সও যথেষ্ট নজরকাড়া। তা সত্ত্বেও নাকি দলে বাবরের অবস্থান দুর্বল করতে চেষ্টা চালাচ্ছেন কেউ বা কারা! এমন বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন পাক অধিনায়ক মিসবাহ উল হক। তাঁর মতে এই চেষ্টাটা নাকি চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির অন্দরমহল থেকেই।
মিসবাহর মতে এই ভাবে বাজে প্রচেষ্টা যে চালানো হচ্ছে তাতে করে আখেরে ক্ষতি হবে জাতীয় দলেরই। দুর্বল হয়ে পড়বে দল। লাহোরে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমার রক্তে ক্রিকেটটা রয়েছে। আমি সবসময়তে ক্রিকেট ম্যাচ দেখি। ক্রিকেট নিয়েই সবসময়তে পড়াশোনা চালিয়ে যাই। সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমি এই কথাটা বলতে পারি যে দলে বাবর আজমের অবস্থানটাকে দুর্বল করা হচ্ছে। ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে দুর্বল করতে।’ উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেও পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের হেড কোচের দায়িত্বে ছিলেন মিসবাহ।
উল্লেখ্য তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার নির্দেশেই ২০২১ সালে হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মিসবাহ উল হক। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মিসবাহর সঙ্গে পিসিবির তিন বছরের চুক্তি শেষ হয়ে যায়। তারপর আর তা নবীকরণ করা হয়নি। মিসবাহর মতে বাবরের শেষ কয়েকটি সাংবাদিক সম্মেলন দেখলেই বোঝা যায় যে বাবরের অবস্থানকে কতটা দুর্বল করা হয়েছে। তিনি বলেন, ‘তাকিয়ে দেখুন ওঁকে বেশ কিছু এমন প্রশ্ন করা হয়েছে যা অনভিপ্রেত। এর থেকে তো এটাই নির্দেশ করে যে অধিনায়ক বাবরকে দুর্বল করা হচ্ছে। আমি হতাশ যে এই ঘটনা দলের সাজঘরে বাজে প্রভাব ফেলবে। কারুর উপর এমন চাপ দিলে তা তাঁকে মানসিকভাবে বিব্রত করবে। যা উল্টে দলের ক্ষতিই করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।