শুক্রবার ১৪ অক্টোবর, লখনউ-এর একানা ক্রিকেট স্টেডিয়াম দেখল বাংলার বোলারদের আক্রমণ। ২০২২ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুকেশ-ঋত্বিকদের দাপুটে বোলিং-এ বাংলার সামনে উড়েই গেল ওড়িশা। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আট উইকেটে জিতল অভিমন্যু ঈশ্বরণের দল। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা।
অভিমন্যু ঈশ্বরণের সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা প্রমাণ করলেন মুকেশ কুমার ও ঋত্বিক চট্টোপাধ্যায়। বাংলার দু বোলার শিকার করলেন ওড়িশার মোট ছয়টি উইকেট। দু জনেই তিনটি করে উইকেট শিকার করলেন। এছাড়াও রণজ্যোৎ সিং ২টি উইকেট ও আকাশ দীপ এবং প্রদীপ্ত প্রামানিক একটি করে উইকেট শিকার করলেন। এ দিনের ম্যাচে ওড়িশাকে ২০ ওভারও খেলতে দেয়নি বাংলা। ১৮.১ ওভারেই ৮৬ রানে আটকে যায় ওড়িশার ইনিংস।
আরও পড়ুন… ICC ODI WC 2023 আয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯৫৫কোটি টাকার ক্ষতি! চিন্তায় BCCI
ওড়িশার দেওয়া ৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান রণজ্যোৎ সিং খারিয়া। সেই ধাক্কা সামলে বাংলাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিমন্যু এবং সুদীপ ঘরামি। ৩৫ বলে ২৯ রানে আউট হন সুদীপ ঘরামি। আউট হয়ে যাওয়ার আগে সুদীপ চারটি চার হাঁকিয়ে বাংলাকে একটি মজবুত শুরু করে দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।