ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ আপাতত বিশ বাও জলে। কবে থেকে শুরু হবে আইএসএল কেউ বলতে পারছেন না। ডুরান্ড কাপ শুরু হবে সামনেই। কিন্তু বেশ কয়েকটা দলই বিদেশি ছাড়া দল নামাতে পারে বলে সূত্রের খবর। কারণ আইএসএল যদি একান্ত নাই হয়, তাহলে প্রচুর টাকা খরচা করে দল করে ফুটবলারদেরকে পেমেন্ট করে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে দলগুলোকে। মোহনবাগানকে যেহেতু এএফসির জন্য দল তৈরি করতেই হবে, তাই তাঁদের ব্যাপারটা আলাদা। কিন্তু সব দল তো আর এএফসি খেলবে না। আর যতদিন না মাস্টার রাইট অ্যাগ্রিমেন্ট সই হচ্ছে, ততদিন আইএসএল নিয়েও ছবি স্পষ্ট হবে না। তাই গোটা বিষয়টাই রয়েছে বিস্তর আশঙ্কার দোলাচলে।
বিষয়টি ঠিক কতটা জটিল সেটাই বোঝা গেল এবার সুনীল ছেত্রীর একটি পোস্টে। তিনি এক্স হ্যান্ডেলে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে লিখেছেন, ‘কিছুদিন আগে যখন আমাদের জানানো হল যে প্রি সিজন ২ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে, তখন আমার মুখে হাসি ফুটেছিল। কারণ আমি তখন ছুটিতে ছিলাম। তেমন ঘুরতে যাওয়ার সুযোগ পাইনি, আর খাওয়াও অতটা নিয়ন্ত্রণে ছিল না। তাই হাতে সময় পাওয়ায় আমি খুশি ছিলাম। কিন্তু সেই ২ সপ্তাহটা এখন অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পরিণত হয়েছে, আর সেই হাসিটাও উধাও হয়ে গেছে। আমার হাতে আর কতদিন খেলার সময় আছে প্রথমে সেটা নিয়ে ভাবছিলাম, কিন্তু এরপর অন্য ক্লাবের ফুটবলারদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, আমার থেকেও তাঁদের চিন্তা অনেক বেশি। ’।
ছেত্রী আরও বলছেন, ‘ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি খুবই চিন্তার। আমার কাছে অনেক খেলোয়াড়, স্টাফ, ফিজিওরা টেক্সট করছে বিষয়টা জানার জন্য, তাঁরা শুধু আমার ক্লাবেরই নয়, অন্য ক্লাবেরও সদস্য রয়েছে। এই পরিস্থিতি ভারতীয় ফুটবলের সিস্টেমকে ধাক্কা দিচ্ছে, আতঙ্কিত করে তুলছে। আমি নিশ্চিত যারা ফুটবল চালাচ্ছে তাঁরা নিশ্চয় এই নিয়ে দ্রুত সমাধান সূত্র বার করতে চাইছেন, দেরি না করেই। আমার কাছে সব প্রশ্নের উত্তর নেই, তবে যাদের সংসার চলে ফুটবলের সৌজন্যে, যেমন খেলোয়াড়, মাঠ কর্মি, মেডিক্যাল টিম, প্রোডাকশন ক্রিউ, অপারেশন স্টাফ, তাঁদের উদ্দেশ্যে একটাই কথা বলব। একটু ধৈর্য ধরে। এই ঝড়টা আমরা একসঙ্গে ঠিক কাটিয়ে উঠব। প্রস্তুতি নিতে থাকো, ফুটবল দ্রুতই শুরু হবে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।