শুভব্রত মুখার্জি: দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হবে এক নয়া টি-২০ লিগ। যে ফ্রাঞ্চাইজি লিগের দল নিলাম ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ভারতের ঘরোয়া টি-২০ লিগ আইপিএলের ছটি দলের মালিকরাই কিনে নিয়েছেন প্রোটিয়াদের আসন্ন টি-২০ ফ্রাঞ্চাইজি লিগের ছটি দল। আইপিএলে গত মরশুমেই অভিষেক হয়েছে লখনউ সুপার জায়ান্টস দলের। এই দলের মালিকানা রয়েছে আরপিএসজি গ্রুপের কাছে। সেই আরপিএসজি গ্রুপ অর্থাৎ গোয়েঙ্কা গ্রুপ কিনে নিয়েছে ডারবান ফ্রাঞ্চাইজির মালাকানা। আর দল কেনার কয়েকদিনের মধ্যেই দলের নয়া কোচের নামও ঘোষণা করে ফেলেছে তারা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার দায়িত্ব নেবেন কোচ হিসেবে।
আরও পড়ুন: কার্ড পাননি ফিজিয়ো, ভারতের অ্যাসোসিয়েশনের কিছু করেনি, ক্ষুব্ধ বজরং পুনিয়া
কোচ হওয়ার পরে এক বিবৃতিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ল্যান্স ক্লুজনার। তিনি জানিয়েছেন 'আমি আরপিএসজি পরিবারের অংশ হতে পেরে সম্মানিত। আমার কাছে এটা নয়া চ্যালেঞ্জ। আমি এর জন্য অত্যন্ত গর্বিত। আমি দলের সঙ্গে যোগ দিতে উন্মুখ হয়ে রয়েছি।' উল্লেখ্য নয়া এই লিগের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রেম স্মিথ। প্রোটিয়াদের ইতিহাসে সফলতম টেস্ট অধিনায়ক স্মিথ জুলাই মাসের ১৯ তারিখ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।