ন'ওভারে দরকার ছিল ২৪ রান। সেখান থেকে শেষ সাত বলে ছয়টি চার মেরে ভারতকে ম্যাচ জেতালেন ঋষভ পন্ত। সেই ম্যাচ জয়ের ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও জিতে গেল ভারত।
আরও পড়ুন: IND vs ENG 3rd ODI: হার্দিক-পন্তের সাঁড়াশি আক্রমণে ব্রিটিশ সাম্রাজ্য দখল ভারতের
রবিবার ম্যাঞ্চেস্টার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় বোলারদের বিরুদ্ধে ২৫৯ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ৭৪ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে টিম ইন্ডিয়াকে টানতে থাকেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্ত। হার্দিক বেশি মেরে খেলছিলেন। ৩৫.৩ ওভারে হার্দিক আউট হওয়ার পর ম্যাচের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে দেন পন্ত। একদিনের ক্রিকেটে প্রথম শতরান পূরণ করেন। তারপরই আসে সেই 'প্যান্টাস্টিক' ইনিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।