টিম ইন্ডিয়াতে প্রবেশের জন্য যারা নির্বাচকদের উপর নিজেদের পারফরমেন্স দিয়ে চাপ তৈরি করছেন তাদের তালিকায় সরফরাজ খানের নাম সম্ভবত শীর্ষে থাকবে। মুম্বইয়ের এই তারকা ব্যাটসম্যান প্রথম শ্রেণিতে আরও একটি ঝোড়ো সেঞ্চুরি করে নিজের দাবি তুলে ধরেছেন। তামিলনাড়ুর বিরুদ্ধে গ্রুপ-বি-এর ম্যাচে ১৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ২২০ বলে ১৬২ রান করেন তিনি। তার ইনিংসের পরে, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা আবারও তার পক্ষে অবস্থান নিয়েছে এবং তাঁকে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রতিযোগী বলে অভিহিত করছে।
আরও পড়ুন… PSG-তে রাজার মতো ফিরলেন বিশ্বকাপজয়ী মেসি, পেলেন গার্ড অফ অনার
মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তামিলনাড়ুর বিরুদ্ধে বোলারদের এক ভয়ঙ্কর পরীক্ষার মুখে ফেলেচিলেন সরফরাজ খান। তিনি ইচ্ছামতো বোলারদের মারেন। রঞ্জি ট্রফিতে ৫০টি ইনিংসে এটি সরফরাজের দ্বাদশ সেঞ্চুরি। এই সময়ে তিনি একবার ট্রিপল সেঞ্চুরি এবং দুই বার ডাবল সেঞ্চুরিও করেছেন। এই ফর্ম্যাটে তার সেরা স্কোর ৩০১ রানে অপরাজিত। যেখানে তিনি ২৭৫ এবং ২২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
সরফরাজ ক্যারিশম্যাটিক ফিগার পার হতেই স্টেডিয়ামে উপস্থিত সতীর্থরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। অন্যদিকে, ভক্তরা ক্রমাগত তাঁর পক্ষে সোশ্যাল মিডিয়ায় টুইট করছেন। কেউ কেউ ঋষভ পন্তের পরিবর্তে তাঁকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার অনুরোধও করেছেন।
আরও পড়ুন… Australian Open 2023: মিক্সড ডাবলসে সানিয়া মির্জার সঙ্গে জুটি বাঁধছেন বোপান্না