আইপিএলে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিক-সহ ৫ উইকেটের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে ফের হ্যাটট্রিক-সহ ৫ উইকেটের দুর্দান্ত বোলিং পারফর্ম্যান্সের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। এবার টি-২০ ক্রিকেটে নয়, বরং টি-১০ ক্রিকেটে দেখা গেল এমন অবিশ্বাস্য ছবি। যুজবেন্দ্র চাহাল আইপিএলে ৪ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। তবে ১০ ওভারের খেলায় একজন বোলার মাত্র ২ ওভার বল করার সুযোগ পান। ১২টি বলের মধ্যে ৫ উইকেট নেওয়া নিঃসন্দেহে দুর্দান্ত বিষয়।
কাতার টি-১০ রমজান কাপে এমন অনবদ্য বোলিং পারফর্ম্যান্স উপহার দিলেন নাসের সৈয়দ। তিনি ইউনাইটেড চ্যালেঞ্জার্সের হয়ে মাস্টার্স সিসি-র ৫ জন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মাত্র ৩ রান খরচ করে।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে মাঠে নামে মার্স্টার্স সিসি। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মাস্টার্স। প্রথম ওভারের শেষ ২টি বলে (০.৫ ও ০.৬ ওভার) নাসের আউট করেন আদনান সইফ ও রাহত মালিককে। অদ্ভুতভাবে নাসের দ্বিতীয়বার বল করতে আসেন ইনিংসের নবম ওভারে। ৮.১ ওভারে নাসের তুলে নেন খাদের মহম্মদের উইকেট এবং সেই সঙ্গে ব্যাক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।