কিংবদন্তি শেন ওয়ার্নের স্মৃতি ফিরিয়ে আনলেন গুলাম ফতিমা। পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের এই লেগ-স্পিনার শ্রীলঙ্কার বিরুদ্ধে করাচিতে এতটা বল ঘোরালেন, যা ওয়ার্নের সেরা সব ডেলিভারিগুলিকে চ্যালেঞ্জ জানাতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় ২৬ বছর বয়সী গুলাম ফতিমার একটি ডেলিভারির ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে বাঁ-হাতি ব্যাটারকে করা ডেলিভারিতে বল পিচে ড্রপ করে হঠাৎ বাঁক নিতে দেখা যায়। বাঁ-হাতি ব্যাটারের অফ-স্টাম্পের অনেক বাইরে বল পড়ে তা চলে আসে শরীরের কাছে।
ব্যাটার কোনও রকমে বলটিকে সামাল দেন। উইকেট না পেলেও বল যতটা টার্ন নেয়, তা ফতিমার দক্ষতাকেই প্রমাণ করে। ইনিংসের ১৯তম ওভারে ফতিমা প্রথমবার বল করতে আসেন। প্রথম বলেই তিনি এমন ঘুর্ণি ডেলিভারিতে চমকে দেন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার প্রসাদনি বীরাক্কদিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।