কুস্তির ফ্রি-স্টাইলে ৫৭ কেজির বিভাগে ফাইনালে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা রবি কুমার দাহিয়া। নিজের প্রথম অলিম্পিক্সেই রুপোর পদক হাতে ওঠে তাঁর। তবে সোনার লক্ষ্যে টোকিওয় আসা রবি কুমার রুপো জিতে হতাশ।
অলিম্পিক্সের মঞ্চে যে কোন পদকই অত্যন্ত দুর্লভ। তার ওপর মাত্র ষষ্ঠ ভারতীয় হিসাবে রুপো জেতার কৃতিত্ব নেহাত কম নয়। তবে সেরা হওয়ার লক্ষ্যে এগানো অ্যাথলিটরা কী কোনদিন দ্বিতীয় হয়ে খুশি থাকেন না। রবি কুমার দাহিয়ার মধ্যে সেই শীর্ষ স্তরের অ্যাথলিটদের মানসিকতাই চোখে পড়ল।
সোনা খোয়ানোর হতাশা না রুপো জেতার সন্তুষ্টি, ক্রীড়াবিদদের মধ্যে এই নিয়ে সংশয় চিরকালই থাকে। পোডিয়ামে দাঁড়ানো রবি কুমারের মধ্যে প্রথমটাই চোখে পড়ল। পরবর্তীকালে তাঁকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘এর (রুপোর পদক পাওয়া) লাভ কী? আমি এখানে শুধুমাত্র সোনা জেতার লক্ষ্য নিয়েই এসেছিলাম। এটা (রুপো পদক) পেয়েছি ঠিক আছে, তবে এটা তো আর সোনা নয়। সোনা জিততে পারলে আমি এর থেকে অনেক বেশি সন্তুষ্ট হতাম।’
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।