টোকিও অলিম্পিক্সের ৩৩৯টি ইভেন্টেরই গোল্ড মেডেল ম্যাচের সাক্ষী থেকেছেন, সোশ্যাল মিডিয়ায় এমন অবাক করা দাবি জনৈক ক্রীড়াপ্রেমীর। সঙ্গে তিনি এটা জানাতেও ভোলেননি যে, তাঁর সারা জীবনের স্বপ্ন পূরণ হল অবশেষে।
সংশ্লিষ্ট ক্রীড়াপ্রেমী এও জানিয়েছেন যে, তিনি এর আগেও চেষ্টা করেছিলেন অলিম্পিক্সের সব ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচের সাক্ষী থাকার। যদিও অল্পের জন্য তিনি লন্ডন অলিম্পিক্সের সময় নিজের স্বপ্নপূরণ করতে পারেননি।
Reddit-এ u/Slambodog নামক অ্যাকাউন্ট ব্যবহারকারী জানিয়েছেন, লন্ডন অলিম্পিক্সে দু'টি ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচ একসঙ্গে থাকায় তিনি একটি দেখতে এতটাই বিভোর হয়ে পড়েন যে, অন্যটির কথা ভুলে গিয়েছিলেন। তাই ৩০২টির মধ্যে ১টি মেডেল ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখা হয়নি তাঁর। তবে এবার একসঙ্গে আটটি স্ক্রিনের ব্যবস্থা করে তিনি টোকিওর সমস্ত ইভেন্টের সাক্ষী থেকেছেন।
সংশ্লিষ্ট ক্রীড়াপ্রেমী লেখেন, ‘আমি ৩৩৯টি ইভেন্টের সব ক’টির সরাসরি সম্প্রচার দেখেছি। প্রত্যেকটা গোল্ড মেডেল রাউন্ডের প্রত্যেকটা মিনিটের সাক্ষী থেকেছি। সারা জীবনে এমনটা একবার অন্তত করার স্বপ্ন ছিল আমার। প্রথমবার ২০০৮ সালে স্বপ্নপূরণের সুযোগ এসেছিল। তবে তখন অ্যাথলেটিক্সের মতো ইভেন্ট সরাসরি সম্প্রচারিত হয়নি। ২০১২ সালে আমি কাজ থেকে ২ সপ্তাহ ছুটি নিই। তবে ৩০২টির মধ্যে ৩০১টি দেখতে সক্ষম হই। তায়কোন্ডোর একটা ইভেন্ট আমি দেখতে পাইনি, কারণ তখন বিচ ভলিবলের গোল্ড মেডেল ম্যাচ ছিল শেষের দিকে।'
পরে তিনি আরও লেখেন, ‘২০১৬ অলিম্পিক্সের প্রথম সপ্তাহে আমি রিওয় যাই। তবে দ্বিতীয় সপ্তাহে কাজে ব্যস্ত ছিলাম। এবার টোকিও যাওয়ার পরিকল্পনা থাকলেও দর্শকদের ঢোকার অনুমতি না থাকায় সিদ্ধান্ত বদল করতে হয়। অতিমারির শুরুর দিকেই কাজ হারানোয় এবার টোকিওর সময় অনুয়ায়ী ঘুমের সূচি বদলে না নেওয়ার কারণ ছিল না। সিদ্ধান্ত নিই আরও একবার ’পারফেক্ট গেমস' এর স্বপ্নপূরণের চেষ্টা করব। অবেশেষে সেটা আমি করতে পেরেছি। আমি মনে করি যে, এটা অতিমানবিক প্রচেষ্টা। কেননা ১৬তম দিনে একটা সময় আমার ৮টি স্ক্রিনের প্রয়োজন পড়ে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।