বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > টোকিয়োয় কাটল ৪১ বছরের পদক খরা, পিছিয়ে পড়েও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় ভারতের
পরবর্তী খবর
দু'মিনিটেই গোল খেতে হয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে দেড় মিনিটের ব্যবধানে দুটি গোল খেয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। সেখান থেকে ফিনিক্স পাখির মতো উঠে এল ভারত। সাত মিনিটের ব্যবধানে চারটি গোল করে পুরোপুরি খেলা ঘুরিয়ে দিলেন মনপ্রীত সিংরা। সেই হার না মানা মানসিকতার সৌজন্যে অলিম্পিক্সে ৪১ বছরের পদক খরা কাটল ভারতের।
ভারত বনাম জার্মানি ম্যাচের আপডেট :
- রূপিন্দর পাল সিং : দুর্দান্ত মুহূর্ত। আমরা সোনার জন্য এসেছিলাম। তবে ব্রোঞ্জ জিতেও দারুণ লাগছে।
- মস্কোয় সোনা, বেজিংয়ের টিকিট না পাওয়া, টোকিয়োয় ব্রোঞ্জ - ৪১ বছরে হকির Olympics যাত্রা – আরও পড়ুন।
- উচ্ছ্বাস ভারতের। ৪১ বছর পর অলিম্পিক্স পদক জয় ভারতীয় হকি দলের।
- খেলার ফাইনাল স্কোর : ভারত ৫ - জার্মানি ৪।
- টোকিয়োয় কাটল ৪১ বছরের খরা। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত।
- পেনাল্টি কর্নার বাঁচিয়ে দিল ভারত। নিজের জীবনের সম্ভবত সবথেকে বড় সেভ করলেন শ্রীজেশ।
- পেনাল্টি কর্নার ভারতের। ৬.৮ সেকেন্ড বাকি। উচ্ছ্বাস জার্মানির। ভারত কি পারবে রুখতে?
- পদক থেকে ভারতের দূরত্ব ১ মিনিটেরও কম, লিড রাখতে পারবে ভারত?
- আর ২ মিনিট বাকি। লং কর্নার ভারতের। নিজের জীবনের সম্ভবত সবথেকে বড় সেভ করলেন শ্রীজেশ।
- ২ মিনিট ৪৫ সেকেন্ড বাকি। পেনাল্টি কর্নার পেল ভারতের। রক্ষণাত্মকভাবে ভুল সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার।
- ৫৬ মিনিট : গোলকিপারকে তুলে নিল জার্মানি। একজন বাড়তি ফিল্ড খেলোয়াড় নামাল জার্মানি।
- আর পাঁচ মিনিট বাকি। এগিয়ে ভারত। খেলার ফল ৫-৪।
- ৫৫ মিনিট : চোট পেলেন ভারতীয় খেলোয়াড়।
- দুর্দান্ত সেভ শ্রীজেশের।
- ৫৪ মিনিট : পেনাল্টি কর্নার জার্মানির। গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৫-৪ গোলে এগিয়ে ভারত। তবে রীতিমতো বিতর্কিত সিদ্ধান্ত। শ্রীজেশ তেমন কাছে যাননি। কিন্তু ভারতের রেফারাল শেষ।
- ৫২ মিনিট : চোট পেয়েছেন মনপ্রীত সিং।
- ৫১ মিনিট : দুর্দান্ত সুযোগ পেয়েছিল ভারত। একা গোলকিপারকে পেয়েছিলেন মনদীপ। কিন্তু বেশিক্ষণ বল হোল্ড করার মাসুল গুনতে হল। রিভার্স মারতে গিয়ে দুরূপ কোণে চলে গিয়েছিলেন মনদীপ। ভালো ইন্টারসেপ্ট করেছিলেন অমিত রুইদাস।
- ৪৯ মিনিট : হলুদ কার্ড জার্মান অধিনায়ককে। পাঁচ মিনিট থাকতে হবে বাইরে। ১০ জনে নেমে গেল জার্মানি। ভারতের কাছে ভালো সুযোগ। নিতে পারবে ভারত?
- ৪৮ মিনিট : গোল করল জার্মানি। শ্রীজেশের পায়ের তলা দিয়ে বল গলে গেল। ৫-৪ গোলে এগিয়ে ভারত। গোল করলেন লুকাস উইনফেডার। টোকিয়োয় তাঁর সপ্তম গোল।
- ৪৮ মিনিট : পেনাল্টি কর্নার জার্মানির। রক্ষণের ভুলের জন্য পজেশন হাতছাড়া ভারতের। সেখান থেকে পেনাল্টি কর্নার আদায় জার্মানির।
- রিয়োর ব্রোঞ্জজয়ীকে উড়িয়ে কোয়ার্টারে ভিনেশ, অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন অংশু – আরও পড়ুন।
- শুরু চতুর্থ কোয়ার্টারের খেলা। ৪১ বছরের খরা কাটানো থেকে ১৫ মিনিট দূরে ভারত।
- শেষ তৃতীয় কোয়ার্টারের খেলা। ভারত এগিয়ে ৫-৩-তে গোলে এগিয়ে। কী দুর্ধর্ষ ১৫ মিনিট কাটল ভারতের জন্য। শেষের দিকে জার্মানি কয়েকটি আক্রমণ তুললেও মজবুত থাকল ভারতের রক্ষণ।
- ফের অন্যরকমভাবে চেষ্টা। তবে অল্পের জন্য গোলভ্রষ্ট।
- অন্যরকমভাবে মারতে গিয়েছিল জার্মানি। গোল হয়নি। তবে আবারও পেনাল্টি কর্নার।
- আবারও পেনাল্টি কর্নার।
- ৪৩ মিনিট : পেনাল্টি কর্নার জার্মানির। গুরুত্বপূর্ণ মুহূর্ত জার্মানির জন্য।
- তবে জার্মানির খেলোয়াড়ের হলুদ কার্ড সবুজ কার্ডে পরিণত হল। ফলে ২ মিনিট ১০ জন থাকবেন।
- ভারত রেফারাল হারাল।
- একই ভুল ভারতের। তবে বিপজ্জনক খেলার জন্য জার্মানিকে ফ্রি-হিট। ভারতের রেফারাল।
- আবারও পেনাল্টি কর্নার ভারতের।
- সুমিত কুমার ঠিকভাবে বল রাখতে পারলেন না। রূপিন্দর সুযোগই পেলেন না।
- জার্মান খেলোয়াড়কে হলুদ কার্ড। পাঁচ মিনিট ১০ মিনিটে খেলবে জার্মানি।
- তবে আবারও পেনাল্টি কর্নার।
- পেনাল্টি কর্নার থেকে এবার গোল হল না। তবে রূপিন্দরের শট সম্ভবত জার্মানদের পায়ে লেগেছে।
- ৪২ মিনিট : পেনাল্টি কর্নার ভারতের। বুদ্ধিমানের সঙ্গে আদায় করলেন নীলকান্ত শর্মা।
- ৩৮ মিনিট : প্রতি-আক্রমমণের দারুণ সুযোগ হাতছাড়া ভারতের। ও হো! পাস জোরে হয়ে গিয়েছিল।
- ৩৭ মিনিট : আবারও জার্মানির গোলে ভারতের! না, গোল নয়। দিলপ্রীত সিং গোলে বল জড়িয়ে দেন। কিন্তু সেই শটের আগেই ফ্রি-হিটের জন্য বাঁশি আম্পায়ারের।
- হ্যাঁ! জার্মানির বিরুদ্ধেই খেলছে টিম ইন্ডিয়া। যে জার্মানি ২০১৬ সালের রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল। টানা চারটি অলিম্পিক্সে পদক পেয়েছে।
- ৩৪ মিনিট : গোওওওওওল! ৫ গোল ভারতের। ভারত এগিয়ে ৫-৩ গোলে। দ্বিতীয় গোল করলেন সিমরনজিত্ সিং।
- চার মিনিটে তিন গোল ভারতের! আজ কি হকি দেবতা ভারতের খরা কাটানোর পক্ষে?
- ৩১ মিনিট : গোওওওল! গোল করলেন রূপিন্দর সিং। দুর্দান্ত। ৪-৩ গোলে এগিয়ে গেল ভারত। জার্মান গোলকিপার সঠিক ঠিক বেছে নিয়েছিলেন। কিন্তু গতিতে জিতে গেলেন রূপিন্দর।
- পেনাল্টি নেবেন রূপিন্দর সিং।
- পেনাল্টি ভারতের। সিদ্ধান্ত পরিবর্তন হল না। রেফারাল হারাল জার্মানি।
- ৩১ মিনিট : পেনাল্টি পেল ভারত। রেফারাল চাইল জার্মানি।
- শুরু তৃতীয় কোয়ার্টারের খেলা। ৪১ বছরের খরা কাটাতে ৩০ মিনিট আছে ভারতের হাতে।
- মণিপুরে খেলা দেখছেন নীলকান্ত শর্মার পরিজনরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।