টোকিও অলিম্পিক্সের কুস্তিতে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন বজরং পুনিয়া। সেই সম্ভাবনাকে তিনি বাস্তবে রূপ দিলেন শেষমেশ। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। তবে ব্রোঞ্জ জিতে দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন বজরং।
ব্রোঞ্জ মেডেল বাউটে বজরং ৮-০ ব্যাবধানে পরাজিত করেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে। কাজাখ কুস্তিগীর বজরংয়ের কাছে নেহাৎ অপিরিচিত প্রতিপক্ষ নন। কেননা, মাস দু'য়েক আগেই তাঁকে পরাজিত করেছেন পুনিয়া। তবে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌলতের বিরুদ্ধে সেমিফাইনালে হারতে হয়েছিল বজরংকে। অবশেষে অলিম্পিক্সের আসরে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন পুনিয়া।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।