টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে বর্তমান সময়ের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হচ্ছে। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদব ৩৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলার ফলে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সূর্য। ভারতীয় দলের ‘SKY’ যখন ক্রিজে আসেন,ভারতের স্কোর ছিল ৩.৪ ওভারে ৩০ রানে দুই উইকেট।
ততক্ষণে কেএল রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মা দুজনেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। বিরাট কোহলির সঙ্গে সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়াকে জয়ের দিকে নিয়ে যায়। তাদের ইনিংসের মাধ্যমে ভারত ২-১ ব্যবধানে সিরিজ দখল করে। সূর্যকুমারের এই ইনিংস নিয়ে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ভার্নন ফিল্যান্ডার একটি টুইট করেছিলেন, যা পরে তাঁকে বিতর্কের শিরোনামে নিয়ে গিয়েছিল।
আরও পড়ুন… 'সচিন করলে লাকি'! ব্যাটে লাগার পর না হাঁটা নিয়ে তেন্ডুলকারকে শিখণ্ডী করলেন ব্রড
ফিল্যান্ডার নিজের টুইটে লিখেছিলেন, ‘এই বাচ্চাটা খেলতে পারে। বাহ সূর্যকুমার যাদবকে দেখতে উত্তেজনাপূর্ণ।’তারপর বাকি আর কি ছিল, এ নিয়ে ভক্তরা ফিল্যান্ডারকে জবাব দিতে শুরু করেন। কেউ লিখেছেন, ‘আংকেল (কাকা),তিনি তো শিশু নন।’ তো কেউ লিখেছেন, ‘সে এখন তোমার বাবা হয়েছে।’ বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি T20 ব্যাটসম্যানদের শীর্ষ তিন র্যাঙ্কিংয়ে রয়েছেন।
আরও পড়ুন… রবীন্দ্র জাদেজার বিকল্প খুঁজে পেয়েছে ভারত, অজি প্রধান কোচের বড় দাবি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।