শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৫তম মরশুমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স দল। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন এক বিরল নজির গড়ে ফেললেন রোহিত শর্মা। টাইমাল মিলসের বলে স্লাইস করতে গিয়ে রাজস্থান রয়্যালসের ব্যাটার দেবদূত পাডিক্কাল একটি সহজ ক্যাচ উঠিয়ে ফেলেন। যা তালুবন্দি করেন রোহিত শর্মা। ফলে পাওয়ারপ্লেতে রয়্যালসের স্কোর দাঁড়ায় ৪৮ রানে ২ উইকেট। ভারতের টি-২০ ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল ইতিহাসে রোহিত হলেন দ্বিতীয় ক্রিকেটার যিনি ১৫০টি ক্যাচ নিলেন।
এই তালিকায় শীর্ষে রয়েছেন সুরেশ রায়না। তার ঝুলিতে রয়েছে ১৭২টি ক্যাচ। তারপরেই রয়েছেন রোহিত। তার দখলে রয়েছে ১৫০টি ক্যাচ। তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। যার ঝুলিতে রয়েছে ১৪২টি ক্যাচ। আইপিএল এবং দেশের জার্সি মিলিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যার দখলে রয়েছে ২০০টি ক্যাচ। দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক (১৯২)। তৃতীয় স্থানে রায়না এবং চতুর্থ স্থানে রয়েছেন রোহিত।
প্রসঙ্গত রোহিতের ক্যাচের পরবর্তীতে অবশ্য খুব একটা সাফল্যের মুখ দেখেনি মুম্বই বোলাররা। জস বাটলার একটি দুরন্ত শতরান করেন। মাত্র ৩২ বলে তিনি তার অর্ধশতরান পূরণ করেন। আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা :
১) মহেন্দ্র সিং ধোনি (২০০)
২) দীনেশ কার্তিক (১৯২)
৩) সুরেশ রায়না (১৭২)
৪) রোহিত শর্মা (১৫০)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।