চলতি IPL 2025-কে যত দ্রুত সম্ভব ভুলে যাওয়ারই চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে গতবারের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ থেকে শুরু করে টানা তিন ম্যাচেই আরসিবির বিপক্ষে হারল চেন্নাই সুপার কিংস। আইপিএলে ফের ধোনির দল হোঁচট খাওয়ায় পয়েন্ট তালিকার দশম স্থানটি এখনও তাঁদেরই রইল। এমএস ধোনির নেতৃত্বাধীন দল ইতিমধ্যে প্লে অফের দৌড় থেকে বাদ পড়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাইকে ২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল আরসিবি।
বিরাট জল্পনা বাড়ালেন ধোনিকে নিয়ে
এই ম্যাচে সিএসকের হারের পরই মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি একে অপরকে জড়িয়ে ধরেন। এরপর করমর্দনের সময় চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে দেখে নিজের টুপি খুলে তাঁকে সম্মান জানান বিরাট কোহলি। আর এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সম্প্রচারকারী সংস্থা বড় জল্পনা তৈরি করে দিল।
আইপিএলে ব্রডকাস্টারদের পোস্টে জল্পনা
আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির সেই আবেগঘন মুহূর্তের একটি ছবি শেয়ার করেছে এবং এক ক্যাপশন দিয়ে ভক্তদের মধ্যে আবেগ বাড়িয়ে দিয়েছে। ধোনির সঙ্গে কোহলির করমর্দনের ছবিতে ক্যাপশনে তাঁরা লেখে ' ওয়ান লাস্ট টাইম? (অর্থাৎ শেষবারের মতো?)' আর তাতেই মাহিভক্তদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে।
ধোনির জন্য এটাই শেষ IPL?
চেন্নাই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও ধোনি এখনও আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের বিষয়ে কথা বলেননি। তবে কয়েকদিন আগে চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচে টসের সময় ধোনিকে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেছিলেন কিউয়ি তারকা ড্যানি মরিসন। তখন মাহি জল্পনা বাড়়িয়ে বলেছিলেন, ‘আমি জানি না পরের ম্যাচেও আমি খেলব কিনা।’
এর আগে এক পডকাস্টে গিয়েও ধোনির কাছে এসেছিল এই প্রশ্ন। তখন তাঁকে বলতে শোনা গেছিল, "এখনই অবসর নিয়ে ভাবছি না। আমি এখনও আইপিএল খেলছি, এবং আমি এটি খুব সহজ সরল ভাবেই দেখতে চাই। আমি এক একটা বছর করেই এগোতে চাই। আমার বয়স ৪৩, এই জুলাইয়ে ৪৪-এ পড়ব। আরও এক বছর খেলতে পারব কিনা সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে আরও ১০ মাস সময় থাকবে। তবে সিদ্ধান্ত আমি নেব না, নেবে আমার শরীর। আমার শরীরই বলে দেবে আমি পারব কিনা খেলতে।"