লঙ্কা প্রিমিয়র লিগে ধ্বংসাত্মক শতরান করে কলম্বো স্ট্রাইকার্সকে জেতালেন বাবর আজম। উল্লেখযোগ্য বিষয় হল, টুর্নামেন্টের ৪ ম্যাচে মাঠে নেমে কলম্বো ২টি ম্যাচে জয় তুলে নেয়। ২টি ম্যাচেই সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পাক দলনায়ক। বি-লাভ ক্যান্ডির বিরুদ্ধে ধৈর্যশীল হাফ-সেঞ্চুরি করেন বাবর। এবার গল টাইটানসের বিরুদ্ধে রীতিমতো তাণ্ডব চালিয়ে শতরানের গণ্ডি টপকে যান তিনি।
পাল্লেকেলেতে লঙ্কা প্রিমিয়র লিগের ১০ নম্বর ম্যাচে সম্মুখসমরে নামে গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গল। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। হাফ-সেঞ্চুরি করেন উইকেটকিপার টিম সেফার্ত। নিশ্চিত অর্ধশতরান মাঠে ফেলে আসেন শেভন ড্যানিয়েল।
সেফার্ত ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৪ রান করে নট-আউট থাকেন। ড্যানিয়েল ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৯ রান করে আউট হন। এছাড়া ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩৬ রান করেন লসিথ ক্রুসপুল্লে। ২টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৩০ রান করেন ভানুকা রাজাপক্ষে। ক্যাপ্টেন দাসুন শানাকা ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- Global T20 Canada: অভিনব পুরস্কার, কানাডার টি-২০ লিগের সেরা হয়ে আমেরিকায় হাফ একর জমি পেলেন রাদারফোর্ড
কলম্বোর হয়ে ৩৬ রানে ১টি উইকেট নেন নাসিম শাহ। ৩৩ রানে ১টি উইকেট নেন রমেশ মেন্ডিস। ২৯ রানে ১ উইকেট দখল করেন লক্ষ্মণ সান্দাকান। উইকেট পাননি মাথিসা পথিরানা, মহম্মদ নওয়াজ ও চামিকা করুণারত্নে।
জবাবে ব্যাট করতে নেমে কলম্বো ১৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। সুতরাং, শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল তাদের। তবে শেষ ওভারে কাসুন রজিথার প্রথম বলে শাকিব আল হাসানের হাতে ধরা পড়ে যান বাবর।
আরও পড়ুন:- FIFA Women's WC: নাইজেরিয়ার ফুটবলারকে মাড়িয়ে লাল কার্ড দেখলেন জেমস, নির্বাসিত হতে পারেন ৩ ম্যাচ, কোয়ার্টারে ইংল্যান্ড
মহম্মদ নওয়াজ ব্যাট করতে নেমে বাবরের লড়াইকে ব্যর্থ হতে দেননি। তিনি ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি দু'রান নেন। চতুর্থ বলে ছক্কা ও পঞ্চম বলে চার মেরে কলম্বোকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন নওয়াজ। কলম্বো ১৯.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৯ রান তুলে নেয়। ১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।