
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
জসপ্রীত বুমরাহকে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতেই হচ্ছে। আর জানা গিয়েছে, বুমরাহ নাকি অস্ত্রোপচারের জন্য নিউজিল্যান্ডে গিয়েছে। আর অস্ত্রোপচার করাতে হলে কিন্তু সুস্থ হতে অনেক সময় লাগবে। আর বুমরাহের ২২ গজে ফেরাটাও তাই সময় সাপেক্ষ বিষয়।
নিউজিল্যান্ডে অস্ত্রোপচার করাবেন বুমরাহ
টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের চোট সংক্রান্ত বিষয় নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। বুমরাহ দীর্ঘ দিন ধরেই চোট নিয়ে একেবারে জেরবার। গত জুলাইয়ের পর থেকেই তিনি চোট নিয়ে ভুগছেন। বিশ্বকাপের আগে দলে ফিরলেও, নতুন করে চোট পান। এর পর থেকে আর ২২ গজে ফেরেননি বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাঁকে দলে রাখা সম্ভব হয়নি। আইপিএলেও তিনি খেলতে পারবেন না। এমন কী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলেও, বুমরাহকে পাওয়া যাবে কিনা, সংশয় রয়েছে। তিনি এখন নিউজিল্যান্ডে গিয়েছেন পিঠের চোটের জায়গায় অস্ত্রোপচার করাতে।এমন পরিস্থিতিতে তাঁর সেরে উঠতে প্রায় তিন-চার মাস সময় লাগতে পারে।
আরও পড়ুন: WPL: নেতৃত্ব মোটেও বাড়তি চাপ নয়- GG-এর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে উচ্ছ্বসিত হরমন
বিসিসিআইয়ের একটি সূত্র একটি বড় আপডেট দিয়েছেন
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘জসপ্রীত বুমরাহ পাঁচ দিন আগে নিউজিল্যান্ডে গিয়েছেন পিঠের অস্ত্রোপচার করতে। চিকিৎসকেরা জসপ্রীত বুমরাহকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়ার পরে, বিসিসিআই অবিলম্বে সমস্ত ব্যবস্থা করে তাঁকে পাঠিয়ে দেয়। দু'-এক দিনের মধ্যে অস্ত্রোপচার করা হবে। একই সঙ্গে ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অস্ত্রোপচারের পর অন্তত সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগীতামূলক ক্রিকেট বুমরাহকে দূরে থাকতে হবে। বুমরাহ ডঃ রোয়ান শুটেনের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করবেন, যিনি শেন বন্ড এবং জোফ্রা আর্চারের মতো খেলোয়াড়দেরও অস্ত্রোপচার করেছেন।’
আরও পড়ুন: বেনজির বিতর্ক দিয়ে শুরু WPL, চোট নেই, তবু আনফিট বলে ডটিনকে বাদ দিয়েছে গুজরাট!
চোটের কারণে টানা দলের বাইরে বুমরাহ
বুমরাহ ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরের সময়ে কোমরের 'স্ট্রেস ফ্র্যাকচার'-এর শিকার হন। এই চোটের কারণে গত বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টেও খেলতে পারেননি তিনি। জসপ্রীত বুমরাহ এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৩০টি টেস্ট ম্যাচ, ৭২টি ওডিআই এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ১২৮ উইকেট, ওয়ানডেতে ১২১ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৭০টি উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহকে বর্তমানে ভারতের অন্যতম সফল বোলার হিসেবে বিবেচনা করা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus