শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না অস্ট্রেলিয়া সিনিয়র দলের সংক্ষিপ্ত ফর্ম্যাটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অ্যালেক্স হেলসের পরিবর্তে একেবারে শেষ মুহূর্তে পরিবর্ত হিসেবে কেকেআর দলে জায়গা পেয়েছিলেন ফিঞ্চ। তবে তিনি নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি। তবে ফিঞ্চ জানাচ্ছেন বিষয়টি নতুন নয়। এর আগেও তিনি তার কেরিয়ারে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন। খারাপ ফর্ম কাটিয়ে আগেও যেমন ফর্মে ফিরেছেন এবারও তেমনভাবেই তিনি ফর্মে ফিরবেন বলে তিনি আশাবাদী।
ফিঞ্চের ব্যাট হাতে ধারাবাহিকতা নেই দীর্ঘ সময় ধরেই। অ্যারন ফিঞ্চের এই ফর্মহীনতা ভাবিয়ে তুলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। ফলে স্বাভাবিকভাবেই তার সমালোচনাও শুরু হয়েছে। কঠিন সময় কাটিয়ে ওঠার রাস্তা অবশ্য ইতিমধ্যেই দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক। তিনি ফর্মে ফিরতে কাজে লাগাতে চান আসছে সামনের ঠাসা ক্রীড়াসূচিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।