1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2023, 07:43 AM ISTAbhisake Koley
Women's Premier League: দিয়েন্দ্রার পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার অল-রাউন্ডারকে দলে নেয় জায়ান্টস, যিনি আয়ারল্যান্ডের হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।
দিয়েন্দ্রা ডটিন। ছবি- গেটি।
উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচের আগেই স্কোয়াডে রদবদল করতে বাধ্য হল গুজরাট জায়ান্টস। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ক্যারিবিয়ান অল-রাউন্ডার দিয়েন্দ্রা ডটিন।
তড়িঘড়ি ডটিনের পরিবর্ত ক্রিকেটার খুঁজে নেয় গুজরাট। তারা দলে নেয় অস্ট্রেলিয়ার পেসার অল-রাউন্ডার কিম গার্থকে। ডটিনকে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম থেকে ৬০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল গুজরাট জায়ান্ট। অন্যদিকে ৩০ লক্ষ টাকা বেস প্রাইসের কিম অবিক্রিত ছিলেন নিলামে। অজি তারকা ইতিমধ্যেই যোগ দিয়েছেন জায়ান্টস শিবিরে। যদিও ডটিনের চোটের ধরন নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
ডটিনের তুলনা কিমের অভিজ্ঞতা অনেক কম। তবে কিমের আন্তর্জাতিক রেকর্ড রীতিমতো ঝলমলে। তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন আয়ারল্যান্ডের হয়ে। পরে অস্ট্রেলিয়ার জাতীয় দলে যোগ দেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে শেষবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন গত ডিসেম্বরে ভারত সফরে। যদিও গত মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও মাঠে নামেন গার্থ।
ডটিনের আন্তর্জাতিক কেরিয়ার:-দিয়েন্দ্রা ডটিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪৩টি ওয়ান ডে ও ১২৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে ৩৭২৭ রান সংগ্রহ করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। উইকেট নিয়েছেন ৭২টি। ডটিন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৬৯৭ রান সংগ্রহ করেন। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ২টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। উইকেট নেন ৬২টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।