সেই চাউনি! সেই রাগ! সেই ট্রেডমার্ক বিরাট কোহলির সাক্ষী থাকল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়াম। আর যে রাগ এবং চোখের চাউনির জ্বালা সইতে হল মহম্মদ সিরাজকে। যে তারকা পেসারের ভুলে জীবনদান পেয়ে যান রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের ক্যাচ ধরার জন্য দীনেশ কার্তিক ‘কল’ করলেও সিরাজ সম্ভবত বুঝতে পারেননি। তারপর কার্তিকের সঙ্গে ধাক্কা লেগে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারের। ফস্কে যায় ক্যাচ। তারপরই রেগে লাল হয়ে যান বিরাট। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার চিন্নস্বামীতে আগুনে বোলিং করেন সিরাজরা। তারইমধ্যে পঞ্চম ওভারের পঞ্চম বলে রোহিতের ক্যাচ ওঠে। ভালো বাউন্সার করেন সিরাজ। পুল মারার চেষ্টা করেন রোহিত। কিন্তু ব্যাটের উপরের দিকের কাণায় লেগে শূন্যে উঠে যায় বল। সহজ ক্যাচ ছিল। কার্তিক এবং সিরাজ - দু'জনেই ক্যাচ ধরার জন্য দৌড়ে আসেন। তবে বলটা কাছে হওয়ায় ক্যাচ ধরার জন্য 'কল' করেন ব্যাঙ্গালোরের উইকেটকিপার। কিন্তু সিরাজ সম্ভবত শুনতে পাননি। দু'জনেই ক্যাচ ধরতে আসেন এবং দু'জনের ধাক্কাধাক্কিতে ক্যাচ ফস্কে যায়।
আরও পড়ুন: RCB in IPL 2023: ‘ইয়ে সালা কাপ নেহি’, ভুল স্লোগান ফ্যাফের! ‘RCB জিতবে না সেটা ও জানে’, এল টিপ্পনি
সেই ক্যাচ ফস্কে যেতেই রেগে লাল হয়ে যান বিরাট। তাঁকে রীতিমতো বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। কার উপর রেগে গিয়েছিলেন বিরাট, তা অবশ্য জানা ছিল না। বিরাটের ওরকম মেজাজ দেখে সেটা সম্ভবত কারও জানতে যাওয়ার সাহসও হত না। তবে বিরাটের রাগ সম্ভবত কমিয়ে দেন বাংলার ছেলে আকাশদীপ। তিন বল পরেই মুম্বই অধিনায়ক রোহিতকে আউট করে দেন। এক রানেই আউট হয়ে যান রোহিত।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স
আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। সর্বোচ্চ ৪৬ বলে অপরাজিত ৮৪ রান করেন তিলক বর্মান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন নেহাল ওয়াধেরা। নয় বলে অপরাজিত ১৫ রান করেন আরশাদ খান। বাকি ব্যাটাররা কার্যত কিছুই করতে পারেননি। ক্যাচ ফস্কালেও দারুণ বোলিং করেন সিরাজ। চার ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নেন।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।