দক্ষিণ আফ্রিকার লোক। তাঁকে বলতে বলা হয়েছে নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) কন্নড় স্লোগান। আর সেটার ফল যা হল, তা দেখে হাসতে-হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে নেটপাড়ার। স্রেফ হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। এমনকী ফ্যাফ ডু'প্লেসির মুখে 'ইয়ে সালা কাপ নেহি' শুনে অট্টহাসিতে ফেটে পড়েন বিরাট কোহলি। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আইপিএলের অভিযান শুরুর আগে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দেন আরসিবি অধিনায়ক ফ্যাফ এবং বিরাট। নয়া মরশুমে দলের কী লক্ষ্য, তা নিয়ে ফ্যাফকে প্রশ্ন করা হয়। সেটার জবাবে আরসিবির ‘এ সালা কাপ নামডে’ (এই বছর আমরা কাপ জিতব) স্লোগান দেওয়ার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকার তারকা। কিন্তু সেটার যা পরিণতি হয়, তা শুনে হাসিতে ফেটে পড়েন নেটিজেনরা। ফ্যাফ বলে বসেন, ‘ইয়ে সালা কাপ নেহি।’
আরও পড়ুন: IPL 2023: ফুটবল ছেড়ে RCB-তে যোগ সুনীল ছেত্রীর, ডাইভ দিয়ে ক্যাচ ধরে চমকে দেন সকলকে- ভিডিয়ো
অর্থাৎ ‘নামডে’-র পরিবর্তে ‘নেহি’ বলে বসেন ফ্যাফ। তা শুনেই হাসিতে ফেটে পড়েন বিরাট। যিনি ফ্যাফের পাশেই বসেছিলেন। আরসিবি অধিনায়কের মুখে ‘ইয়ে সালা কাপ নেহি’ শুনে হা-হা করে হাসতে থাকেন। সজোরে হাততালি দিতে থাকেন। যে কাজটা বিরাট তখনই করেন, যখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন এবং নিজের হাসি সামলাতে পারেন না। তারইমধ্যে বিরাটের প্রতিক্রিয়া দেখতে হাসতে থাকেন ফ্যাফও। যিনি সম্ভবত বিরাটের থেকেই কয়েক সেকেন্ড আগে ওই স্লোগানটা শুনেছিলেন।
সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। কেউ কেউ টিপ্পনি কাটেন, ফ্যাফও জানেন যে আরসিবি ট্রফি জিতবে না। এক নেটিজেন বলেন, 'ও ভালোভাবেই জানে যে আরসিবি (আইপিএল) জিতবে না।' অপর একজন বলেন, 'ভাই, ভবিষ্যৎ জানেন।' কেউ কেউ আবার চেন্নাই সুপার কিংসের যোগ টেনে আনেন। তেমনই এক নেটিজেন বলেন, 'সিএসকে আন্ডারকভার এজেন্ট।' একজন আবার বলেন, 'আরে সিএসকে এজেন্ট, আমার প্রিয় দল ছেড়ে চলে যাও।'
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।