মুর্শিদাবাদের পর রাজ্যের অন্যান্য অংশেও কি অশান্তি ছড়ানোর চক্রান্ত করা হচ্ছে? এই প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে। এর নেপথ্যে রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজন দুই অস্ত্রপাচারকারীর গ্রেফতারি। ঘটনাটি ঘটেছে গতকাল (শুক্রবার - ২ মে, ২০২৫) - সেই মুর্শিদাবাদে, যেখানে কিছুদিন আগেই ওয়াকফ প্রতিবাদে নামে ছড়িয়ে পড়েছিল হিংসার আগুন!
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে একটি সাধারণ যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর আসে, দুই ব্যক্তি বাসে করে বিপুল অস্ত্র পাচার করতে বেরিয়েছে। সেই মতো, শুক্রবার মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবপুর বাসস্ট্যান্ডে ওঁৎ পেতে থাকে পুলিশ।
সেখানে সংশ্লিষ্ট বাসটি পৌঁছতেই তল্লাশি চালানো হয়। সেই বাসে সওয়ার দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওইসব অস্ত্রের মধ্যে রয়েছে - ৪টি অত্যাধুনিক চিনা পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড কার্তুজ। ঘটনায় যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন জয়প্রকাশ মণ্ডল এবং সুরজ মণ্ডল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁরা দু'জনই মালদার বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতরা প্রাথমিক জেরায় জানিয়েছেন, তাঁরা বাংলাদেশে অস্ত্র পাচার করছিলেন। কিন্তু, সেই দাবি আদৌ সত্যি, নাকি এপার বাংলাতেই কোনও নাশকতার ছক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।