মহেন্দ্র সিং ধোনি কি শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২০২৩ আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন? এটা নিশ্চিত ভাবে বলা কঠিন। কিন্তু উত্তর যাই হোক না কেন, এই সত্যটি অস্বীকার করার কিছু নেই যে, বিশ্ব জুড়ে ভক্তরা কিংবদন্তি ক্রিকেটারকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ক্রিকেট মাঠে ফিরতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
আইপিএলে তাঁর শেষ মরশুম হতে পারে কিনা, তা নিয়ে জোর চর্চা চলছে। তবে ২০১৯ সালের পর প্রথম বারের মতো চেন্নাইয়ে নিজের হোম গ্রাউন্ডে খেলতে নামবেন ধোনি। আইপিএলের ১৬তম সংস্করণের আগে বন্ধু এবং টিম ইন্ডিয়া ও সিএসকে-র প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা ধোনির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের গল্প করতে গিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন।
রবিন উথাপ্পা, যিনি গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন, তিনি বর্ণণা করেছেন, বেঙ্গালুরুতে একটি প্রশিক্ষণ শিবিরের সময় ধোনি কী ভাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামের আঙুল ভেঙে দিয়েছিলেন।
আরও পড়ুন: মুকেশের চোট বড় ধাক্কা, স্টোকস-জাদেজারা শক্তি, কেমন হতে পারে CSK-র একাদশ?
উথাপ্পা জিও সিনেমাতে বলেছেন, ‘আমি প্রথম বার এমএস ধোনিকে ২০০৩ সালে বেঙ্গালুরুর এনসিএ-তে ইন্ডিয়া এ ক্যাম্পের সময় দেখেছিলাম। এমএস চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঝখানে মুনাফ প্যাটেলের বিরুদ্ধে ব্যাটিং অনুসীলন করছিল। সেখানে আবিষ্কর সালভির মতো অন্যান্য ফাস্ট বোলার ছিল। এবং এমএস লম্বা সব ছক্কা হাঁকাচ্ছিল। হেলিকপ্টার শট মারছিল। কিছু বল তো স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ছিল।’
তিনি যোগ করেছেন, ‘আসলে ওর শটে শ্রীধরন শ্রীরাম চোটও পেয়েছিল। ধোনি স্টেপ আউট করে সোজা বোলারের দিকে বল মারে। শ্রীরাম আটকাতে গেলে ওর হাতে এসে এটি আঘাত করে। আমরা প্রথমে ভেবেছিলাম, ও বলের পিছনে দৌড়াচ্ছে কিন্তু ও বলটি অতিক্রম করে ড্রেসিং রুমের দিকে দৌড় লাগায়। ও তখনই জানত যে, ওর আঙুল ভেঙে গিয়েছে। ওর দু'টি ভাঙা আঙুল ভেঙে গিয়েছিল। তখনই আমরা সবাই ধারণা করেছিলাম, এমএস কতটা জোরে বল মারে। তার পর আমি জানতাম যে, ও ভারতের হয়ে খেলবে।’
আরও পড়ুন: IPL-এর সর্বোচ্চ রান সংগ্রাহকের টেবলে শীর্ষে কোহলি, প্রথম পাঁচে বাকি ৩ জনই ভারতীয়
উথাপ্পা এবং ধোনি ভারতের হয়ে এবং তার পর সিএসকে-এর হয়ে একসঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছেন। ডান-হাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রকাশ করেছেন, কী ভাবে ক্যারিয়ারের প্রথম দিকে ধোনির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।