বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs LSG, IPL 2023: ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, দ্রুত শিখে নিতে পারি- কথার জালে হর্ষকেও বোল্ড করলেন আকাশ

MI vs LSG, IPL 2023: ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, দ্রুত শিখে নিতে পারি- কথার জালে হর্ষকেও বোল্ড করলেন আকাশ

আকাশ মাধওয়াল। ছবি: পিটিআই

জসপ্রীত বুমরাহ চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। জোফ্রা আর্চারও চোটের জেরে মাঝপথে ছিটকে যান। তাদের অভাব পুরণ করে দেন আকাশ মাধওয়াল। যে ছেলেটার ২৪ বছর বয়স পর্যন্ত সাদা বলের ক্রিকেটের সঙ্গে কোনও পরিচয়ই ছিল না, তিনিই উত্তরাখন্ডের রাজ্য দলের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলে নজিরও গড়ে ফেললেন।

মাত্র চার বছর আগেও উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে টেনিস বলে দাপিয়ে ক্রিকেট খেলতেন আকাশ মাধওয়াল। ‘খেপ’ ক্রিকেটই মূলত খেলতেন তিনি। তবে তাঁর জীবন বদলে যায় ২০১৯ সালে। তিনি ওয়াসিম জাফরের নজরে পড়েন। একটি ট্রায়ালে আকাশকে প্রথম দেখেছিলেন জাফর। সেই থেকে বদলায় আকাশের ক্রিকেট স্বপ্নও। বুধবার এলিমিনেটরের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩.৩ ওভার বল করে পাঁচ রানে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস লিখে ফেললেন আকাশ। প্লে-অফে এটাই সেরা বোলিং ফিগার।

জসপ্রীত বুমরাহ চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। বড় রকমের চিন্তা ছিল ডেথ বোলিং নিয়ে। জোফ্রা আর্চারও চোটের জেরে মাঝপথে ছিটকে যান। তাদের অভাব পুরণ করে দেন আকাশ মাধওয়াল। যে ছেলেটার ২৪ বছর বয়স পর্যন্ত সাদা বলের ক্রিকেটের সঙ্গে কোনও পরিচয়ই ছিল না, তিনিই উত্তরাখন্ডের রাজ্য দলের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলে নজিরও গড়ে ফেললেন।

আরও পড়ুন: প্লে-অফে ৫ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড আকাশের, ভাঙলেন ১৪ বছর আগের কুম্বলের নজিরও

বুধবার মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়ে ম্যাচের সেরা আকাশ মাধওয়াল অবশ্য বলেন, ‘আমি কখনও-ই বুমরাহ ভাইয়ের জায়গা নিতে পারব না। ও ওর জায়গায়, আমি আমার জায়গায়।’ এত দেরিতে পেশাদার ক্রিকেটে প্রবেশের পর দ্রুত কী ভাবে এত বড় সাফল্য! হর্ষ ভোগলের প্রশ্নে দারুণ উত্তর। আকাশ বলছেন, ‘স্যার, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। বুঝতেই পারছেন, দ্রুত শিখে নিতে পারি। ক্রিকেটই প্যাশন। গ্র্যাজুয়েশনের পর প্যাশনকেই বেছে নিয়েছি।’

আকাশ আরও যোগ করেন, ‘আমি অনেক অনুশীলন করেছি এবং সুযোগের জন্য অপেক্ষা করেছি। যখন নেটে অনুশীলন করতাম, তখন ম্যানেজমেন্ট টার্গেট দিত, সেটা পূরণ করার চেষ্টা করতাম। ২০১৮ সাল থেকে এর জন্য অপেক্ষা করছিলাম। আগামী ম্যাচে আরও ভালো করার আশা করছি এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে চাই।’ পাঁচ উইকেটের মধ্যে সেরা কোনটি? ভাবতে ১ সেকেন্ডও সময় নেননি আকাশ। বলেন, ‘নিকোলাস পুরানের উইকেটটাই সেরা।’ উত্তরাখণ্ডে আকাশের পরিবারে এখন শুধুই উচ্ছ্বাস। গত ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। এ বার প্লে-অফে পাঁচ উইকেট।

আরও পড়ুন: ভারতীয়দের মধ্যে IPL-এর ৫০ ইনিংসে সবচেয়ে বেশি রান, সচিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রুতুরাজ

এ দিন আকাশ দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই প্রথম ধাক্কা দেন লখনউ সুপার জায়ান্টসকে। প্রেরক মানকডকে ফেরান তিনি। ৬ বলে ৩ করে হৃত্বিক শোকিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রেরক। এর পর দশ নম্বর ওভারে বল করতে এলে চতুর্থ বলে বাদোনিকে প্রথমে বোল্ড করেন আকাশ। ৭ বলে ১ করে সাজঘরে ফেরেন আয়ুশ বাদোনি। পরের বলেই পুরানকে ফেরান তিনি। নিজের প্রথম বলেই ইশান কিষাণের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পুরান। হ্যাটট্রিকের সুযোগ এসেছিল আকাশের সামনে। তবে ষষ্ঠ বলে কোনও উইকেট পড়েনি। দীপক হুডা ১ রান নেন। হ্যাটট্রিক করতে না পারলেও, এই ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন আকাশ মাধওয়াল। এই ওভারটা মুম্বইয়ের জয়ের পথ প্রশস্ত করে। ১০ ওভার শেষে লখনউয়ের রান দাঁড়ায় ৫ উইকেটে ৭৫।

এরপর আরও ২ উইকেট নেন আকাশ। ১৫তম ওভারের তৃতীয় বলে আকাশ ফেরান রবি বিষ্ণোইকে। ৬ বলে ৩ রান করে ক্রিস জর্ডনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিষ্ণোই। এর পর মহসিন খানেরও উইকেট নেন আকাশ। ১৭ ওভারে বল করতে এসে মহসিন খানকে আউট করে ষোলকলা পূর্ণ করেন আকাশ। ৭ বলে খেলে শূন্য করে বোল্ড হন মহসিন। আকাশই লখনউয়ের কফিনে শেষ পেরেক পোঁতেন। ১৮৩ রান তাড়া করতে নেমে ১০১ রানে অলআউট হয়ে যায় লখনউ সুপার জায়ান্টস। ৮১ রানে বড় জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কৃপার মেজাজে রাহু, দোসর শুক্র! ১৮ মে পর্যন্ত সুখের সময় কুম্ভ সহ বহু রাশির সমীকরণ মেলাতে পারলেন না টেলর! একটা ভুলেই বিশ্বকাপের টিকিট হাতছাড়া উইন্ডিজের 'কুছ তো গড়বড় হ্যায়', রহস্যজনক পোস্ট শিবাজীর! সিআইডিতে ফিরছে এসিপি প্রদ্যুম্ন? ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, কতদিন? কী শর্ত দিলেন পুতিন? ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ? চুইংগামেই বাঁচল পড়ুয়াদের প্রাণ! ফ্লোরিডায় গণহত্যার ছক বানচাল তুচ্ছ এক খাবারে ফের বড় পর্দায় আসছে একেনবাবু, মুক্তি পেল ‘বেনারসে বিভীষিকা’-এর টিজার শান্তিনিকেতনে সুমিতের প্রেমে পড়েন! বিয়ে-বৌভাত নিয়ে পরিকল্পনা ফাঁস ঋতাভরীর আবার মিলে যাবে ঠাকরে পরিবার? হাতে হাত রাখবেন উদ্ধব-রাজ? ফের দায়সারা শট! ৩ রানেই সাজঘরে পন্ত! KL রাহুলকে দেখে কি হাত কামড়াচ্ছে LSG?

Latest sports News in Bangla

‘মোহনবাগান জিতেই চলেছে! তাই সমর্থকদের কষ্টটা বুঝি…' সুপার কাপের আগে বলছেন ব্রুজো জ্যাভেলিনে সোনা জিতে ইতিহাস হিমাংশুর! ভবিষ্যতের নীরজ চোপড়া পেয়ে গেল ভারত? ভারত সেরা হওয়ার পরে কত টাকা পেল ইস্টবেঙ্গলের মহিলা দল? ISL-র সঙ্গে কত পার্থক্য ইস্টবেঙ্গলের হয়ে ট্রফি গ্রহণ ক্রীড়ামন্ত্রীর! আদৌও সেটা হয়? কী আছে ফিফার প্রথায়? EB Champion: এলশাদাই-এর জোড়া গোল, গোকুলামকে ৩-০ হারিয়ে ট্রফি তুলল ইস্টবেঙ্গল চার্চিল খেলবে না, সুপার কাপের শুরুতে ‘বাই’ পেল মোহনবাগান, সুবিধা হল ইস্টবেঙ্গলের সুপার কাপে আর কোচ হিসেবে থাকছেন না মোলিনা, কী হবে মোহনবাগানের? কে কোচিং করাবেন? খেলবেন ২০২৬ বিশ্বকাপে? নীরবতা ভাঙলেন মেসি! বললেন, ‘এই বছরটা দেখেই সিদ্ধান্ত নেব’ লক্ষ্য ISL-এ খেলা! সুপার কাপের আগে মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়ে বললেন পাসাং ISL জিততে শুধু ভালো দল নয়, দরকার ভালো রেফারিং! বিস্ফোরক ইস্টবেঙ্গল শীর্ষকর্তা

IPL 2025 News in Bangla

IPL-এ শর্মা যুদ্ধ! কলার তুলে মস্তানি আশুতোষের! আঙুল দেখিয়ে শিক্ষা দিলেন ইশান্ত! রাহুলের ভুলে শতরান হাতছাড়া বাটলারের! DCকে হারিয়ে পয়েন্ট তালিকার মগডালে গিলের GT 'সিঙ্গল' বলে দাবি, এদিকে চাহালের সঙ্গে বিমানবন্দরে মাহভাশ! জুটিতে চললেন কোথায়? IPL 2025-এর মাঝেই ‘চ্যাম্পিয়ন দলের’ আরও এক তারকাকে দলে ফেরাল KKR, ভাগ্য ফিরবে? পন্ত সম্পর্কে PBKSকে নিয়ে মিথ্যা পোস্ট এক্স ইউজারের! তুলোধনা করলেন প্রীতি জিন্টা ম্যাচ জয়ের শতকরা হারে IPL-র সেরা ক্যাপ্টেন কে? ধোনিকে তাড়া করছেন হার্দিক-শ্রেয়স DC-র নেট সেশনে হঠাৎই হাজির নেহরা! গিয়েই অনুশীলন বন্ধের নির্দেশ দিলেন পোড়েলকে! তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই! দর্শকাসন ভরাতে নয়া উদ্যোগ GTর! রাখা হচ্ছে ফ্যান, ORS! IPL-এর মাঝে মলদ্বীপে ছুটি কাটানো ব্যক্তিই হলেন মেন্টর, পিটারসেনকে রোস্ট রাহুলের পঞ্জাব ম্যাচের পরে RCB ভক্তরা উপোস করে কাটালেন! কারণ জানলে আপনিও অবাক হবেন

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.