বুধবার দিল্লি ক্যাপিটালস ম্যাচ জেতায় পয়েন্ট টেবলে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। কার্যত তাদের কপালই পুড়ল। কারণ পয়েন্ট টেবলের আরও নীচে তাদের নেমে যেত হল। ছয় থেকে এ বার তারা সাতে জায়গা পেল।
এ দিকে এক লাফে লিগ টেবলের আট থেকে ছয়ে উঠে এল দিল্লি ক্যাপিটালস। আর ঋষভ পন্তদের কাছে হেরে সাত থেকে আটে নেমে গেল পঞ্জাব কিংস। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৮ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগেই পয়েন্ট টেবলে মস্ত লাফ দিয়ে চার থেকে দুইয়ে উঠে এসেছিল। যার জেরে তিনে নেমে যেতে হয়েছিল রাজস্থান রয়্যালসকে। এক ধাপ নেমে চারে জায়গা করে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।
আরও পড়ুন: ‘ম্যাচের সেরার পুরস্কার আমার নয়, অক্ষরের প্রাপ্য’, অকপট কুলদীপ
এ ছাড়া বাকি দলগুলো একই জায়গায় রয়েছে। শীর্ষেই রয়েছে গুজরাট টাইটানস। পাঁচে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নয় এবং দশে রয়েছে যথাক্রমে চেন্নাই সুপারকিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স।
শীর্ষে থাকা গুজরাট টাইটানস যথারীতি ৬ ম্যাচের ৫টিতে জিতে শীর্ষস্থান ধরে রেখেছে তাদের পয়েন্ট ১০। আরসিবির-ও ১০ পয়েন্ট। তবে তারা টাইটানসের চেয়ে ১ ম্যাচ বেশি খেলেছে। ৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। তারা ৫টিতে জিতে, ২টি ম্যাচ হেরেছে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে রাজস্থান। লখনউ ৭ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়েছে। ৩টিতে হেরেছে। ৮ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ তালিকার চারে। হায়দরাবাদ আবার ৬ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। তারা নেট রানরেটে অনেকটাই পিছনে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।