সোমবার আইপিএলের ম্যাচে চিপকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ১২ রানে হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। সেই সঙ্গে তারা পয়েন্ট টেবলে বড় পার্থক্য গড়ে দেয়। চেন্নাই সোমবার প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৭ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে কেএল রাহুলের টিম। লখনউকে হারিয়ে পয়েন্ট তালিকার সাত থেকে ছয়ে উঠে আসে চেন্নাই। আর ছয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স নেমে যায় সাতে। লখনউ সুপার জায়ান্টস আবার ম্যাচ হেরে দুই থেকে তিনে নেমে গেল। নেট রানরেটের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উঠে এসেছে দুইয়ে।
তবে এক নম্বর জায়গা ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থা্ন রয়্যালস। তারা ৫ উইকেটে ২০৩ রান করে। জবাবে রান তাড়া করতে নেমে হায়দরাবাদ নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান করে। হায়দরাবাদকে হারিয়ে রাজস্থান পয়েন্ট টেবলের এক নম্বর জায়গা দখল করে নিয়েছে। আর হায়দরাবাদ রয়েছে দশ নম্বরে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবার রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় ৮ উইকেটে। মুম্বই প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করেছিল। ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। আরসিবি প্রথমে তিনে থাকলেও, লখনউ হারায় তারা লিগ টেবলের দুইয়ে উঠে এসেছে। আর মুম্বই আট নম্বরেই রয়ে গিয়েছে।
আরও পড়ুন: DC vs GT ম্যাচে মাঠে থাকবেন পন্ত, দুর্ঘটনার পর প্রথম আসবেন জনসমক্ষে
২০২৩ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির টিমকে ৫ উইকেটে হারিয়ে হার্দিক পাণ্ডিয়ারা চারে জায়গা করে নিয়েছিল। প্রথমে ব্যাট করে ১৭৮ রান করেছিল চেন্নাই। ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচে সিএসকে-কে হারিয়ে চারে জায়গা করে নিয়েছিল। সেখানেই রয়ে গিয়েছেন হার্দিকরা।
পঞ্জাব কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি বৃষ্টির জন্য পুরো খেলা হয়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে ম্যাচ জিতে যায় পঞ্জাব। প্রথমে ব্যাট করে পঞ্জাব করেছিল ৫ উইকেটে ১৯১ রান। কলকাতা যখন ১৬ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান, সেই সময়ে বৃষ্টি নামে। এর পর আর খেলা হয়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ জিতে পঞ্জাব পাঁচে জায়গা করে নেয়। নাইট রাইডার্স প্রথমে ছয়ে থাকলেও, সোমবার চেন্নাই সুপার কিংস জেতায় তারা সাত নম্বরে নেমে যায়।
আরও পড়ুন: ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি- তিলকের হেলিকপ্টার শটে ছক্কা, বিস্মিত ভারতের প্রাক্তনী-ভিডিয়ো
লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গিয়ে নয়ে রয়েছে দিল্লি। লখনই তাদের ৫০ রানে হারায়। তারা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করেছিল লখনউ। দিল্লি নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।