২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচ দিল্লি বাজে ভাবে হেরে যায়। সঙ্গে। দলের নিয়মিত অধিনায়ক ঋষভ পন্ত গত বছর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। যে কারণে তিনি এই মরশুম আইপিএল খেলতে পারবেন না। তিনি কবে ২২ গজে ফিরবেন, তা নিয়েও সংশয় রয়েছে। যে কারণে এই বছর আইপিএলে অজি তারকা ডেভিড ওয়ার্নারকে দিল্লির অধিনায়ক হিসেবে নির্বাচিক করা হয়েছে। ওয়ার্নারের নেতৃত্বে লখনউয়ের বিরুদ্ধে ভরাডুবি হয় দিল্লির। তবে এই যন্ত্রণার মাঝেই, দিল্লি সমর্থকদের জন্য সুখবর। দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচে ঋষভ পন্তকে মাঠে উপস্থিত থাকতে দেখা যাবে বলে খবর।
আরও পড়ুন: ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি- তিলকের হেলিকপ্টার শটে ছক্কা, বিস্মিত ভারতের প্রাক্তনী-ভিডিয়ো
ঋষভ পন্তের ভক্তদের জন্য সুখবর
মঙ্গলবার (৪ এপ্রিল) দিল্লি ক্যাপিটালস তাদের পরবর্তী ম্যাচ খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এই ম্যাচেই উপস্থিত থাকবেন ঋষভ পন্ত। ডিফেন্ডিং চ্য়াম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচে দিল্লিকে সমর্থন করতে স্টেডিয়ামে আসবেন ঋষভ পন্ত। পিটিআই-এর রিপোর্ট অনুসারে, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিশ্চিত করেছে যে, মঙ্গলবার অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ঋষভ পন্ত উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: IPL প্লে-অফের হিসেবে CSK, MI-এর থেকে RCB পিছিয়ে নেই- নিন্দুকদের মুণ্ডুপাত কোহলির
প্রথম ম্যাচে পন্তের জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লি ক্যাপিটালস
দিল্লি এবং লখনউয়ের মধ্যে খেলা চলাকালীন পুরো দলই চেয়েছিল, পন্ত যেন তাদের সঙ্গেই থাকে। পন্ত নিজে উপস্থিত হতে পারেননি সেই ম্যাচে, তবে তাঁর উপস্থিতি অনুভব করার জন্য ডাগআউটে ভারতের তারকা উইকেটকিপার ব্যাটারের ১৭ নম্বর জার্সি ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রসঙ্গত, ২০২৩ আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি দল স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল যে, এ বারের পুরো মরশুমই পন্তের জার্সি তাদের সঙ্গেই থাকবে। একই সময়ে দলের কোচ রিকি পন্টিং দাবি করেছিলেন যে, তিনি দলের মনোবল বাড়াতে ঋষভ পন্তকে স্টেডিয়ামে আনার চেষ্টা করবেন।
অল্পের জন্য রক্ষা পায় ঋষভ পন্তের জীবন
২০২২ সালের ৩০ ডিসেম্বর ভোর সাড়ে পাঁটা নাগাদ রুরকির নারসান সীমান্তে হাম্মাদপুর ঝালের কাছে ঋষভ পন্তের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায় এবং এই দুর্ঘটনায় পন্ত গুরুতর আহত হন। এই ঘটনার পরে, তাঁকে দেরাদুনে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসার পর, আরও উন্নত মানের চিকিৎসার জন্য তাঁকে মুম্বইতে এয়ারলিফ্ট করা হয়েছিল। সেখানেই পন্তের হাঁটু এবং গোড়ালি লিগামেন্ট টিয়ার সার্জারি করা হয়েছিল। এই মুহূর্তে ২২ গজে ফিরতে অনেক সময় লাগবে ঋষভ পন্তের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।