এক দিকে বর্ডার-গাভাসকর ট্রফি চলছে। অন্য দিকে চলছে মহিলা প্রিমিয়ার লিগ। তার মাঝেই ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে আইপিএলকে ঘিরেও। এ বারের আইপিএলে ঢাকে কাঠি পড়বে ৩১ মার্চ। তার আগেই দলগুলির সাজসাজ রব। বহু দল ফ্রি-প্লেয়ারদের নিয়ে ক্যাম্প শুরু করে দিয়েছে।
কলকাতা নাইট রাইডার্স অবশ্য ২১ মার্চ শহরে আসবে। তবে তারা প্রথম তিন দিন অনুশীলন করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সঙ্গে জানিয়েছেন, নাইটরা নাকি ১০ জন নেট বোলার চেয়েছে।
আরও পড়ুন: WTC ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়াই, শ্রীলঙ্কাকে খাটো করলেন মঞ্জরেকর
বৃহস্পতিবার সিএবি-তে স্নেহাশিস বললেন, ‘কেকেআর এখানে ক্যাম্প করবে ২১ মার্চ থেকে। প্রথম তিন দিন করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। ওরা ১০ জন নেট বোলার চেয়ে চিঠি পাঠিয়েছে। সব রকম সাহায্য সিএবি করবে। সেরা ১০ জন নেট বোলার পাঠানোর চেষ্টা করব। তবে ক্লাব ক্রিকেট চলছে। সেটাও মাথায় রাখতে হবে আমাদের। অনূর্ধ্ব-১৯ বোলারকেও পাঠানো হবে। সেখান থেকে যদি কেউ সুযোগ পায়ে সেটা ভাল ব্যাপার হবে।’
আরও পড়ুন: প্রোটিয়া বোলারদের দাপটে ২৫১-তে খেল খতম WI-এর,দ্বিতীয় দিনের শেষে SA এগিয়ে ৭৩ রানে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।